দোর্দ- প্রতাপে দেড় দশকের বেশি সময় ছাত্রলীগে অনেক ‘গুপ্ত শিবির’ ছিল বলে দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, “লীগ যে নিপীড়ন-নির্যাতন চালাতো তারা সেগুলার অংশীদার হতো, লীগের কালচার-ই চর্চা করত।”
রাজনৈতিক পটপরিবর্তনের পর শিবিরের তদবিরের কারণেই এমন অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি বলেও দাবি করেছেন কাদের। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন গণঅভ্যুত্থানে আলোচিত শিবির নেতা সাদিক কায়েম। এই আলোচনার সূত্রপাত্র ঘটে ২ জুলাই আব্দুল কাদেরের দেয়া এক ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে।