চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
আরমানের প্রতিবেশিরা জানান, গত সোমবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ মাটির ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। রাত ১টার দিকে জানলার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি। এরপর আবারো সাপে কাটলে ক্ষত স্থান দিয়ে রক্ত পড়তে থাকে। এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
আরমানের প্রতিবেশিরা জানান, গত সোমবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ মাটির ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। রাত ১টার দিকে জানলার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি। এরপর আবারো সাপে কাটলে ক্ষত স্থান দিয়ে রক্ত পড়তে থাকে। এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।