মোহনগঞ্জ একটি প্রথম শ্রেনীর পৌরসভা। বিভিন্ন রাস্তার অবস্থা বেহাল। পিচ ঢালাই ভেঙে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই অনেক রাস্তা তলিয়ে যায়। ফলে এলাকাবাসীর চলাফেরায় দুর্ভোগ বাড়ছে। পৌরসভার গোডাউন মোড় থেকে মহিলা কলেজ মোড়, বসুন্ধরা মোড়, মার্কাজ বাজার থেকে পুখুরিয়া রাস্তার বাজার সংলগ্ন অংশ, পৌর মিলনায়তন থেকে উপজেলায় যেতে রাস্তা, উপজেলার প্রধান সড়কসহ অনেক রাস্তাই ভাঙাচুরা। বর্ষায় চলাচলের ক্ষেত্রে খুবই অসুবিধা পোহাতে হচ্ছে। গোডাউন মোড় হয়ে মহিলা কলেজ রোড দিয়ে দিবারাত্র বাস, ট্রাক, লড়ি, সিএনজি, অটোসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। অনেক সময় গাড়ির চাকা আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর মিলনায়তন থেকে উপজেলায় যেতে রাস্তা একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়। শ্রাবণের টানা বর্ষণে রাস্তাটি ডুবেই থাকছে।
মার্কাজ বাজার সংলগ্ন রাস্তাটিরও একই অবস্থা। রাস্তাগুলোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। জনদুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
মোহনগঞ্জ একটি প্রথম শ্রেনীর পৌরসভা। বিভিন্ন রাস্তার অবস্থা বেহাল। পিচ ঢালাই ভেঙে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই অনেক রাস্তা তলিয়ে যায়। ফলে এলাকাবাসীর চলাফেরায় দুর্ভোগ বাড়ছে। পৌরসভার গোডাউন মোড় থেকে মহিলা কলেজ মোড়, বসুন্ধরা মোড়, মার্কাজ বাজার থেকে পুখুরিয়া রাস্তার বাজার সংলগ্ন অংশ, পৌর মিলনায়তন থেকে উপজেলায় যেতে রাস্তা, উপজেলার প্রধান সড়কসহ অনেক রাস্তাই ভাঙাচুরা। বর্ষায় চলাচলের ক্ষেত্রে খুবই অসুবিধা পোহাতে হচ্ছে। গোডাউন মোড় হয়ে মহিলা কলেজ রোড দিয়ে দিবারাত্র বাস, ট্রাক, লড়ি, সিএনজি, অটোসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। অনেক সময় গাড়ির চাকা আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর মিলনায়তন থেকে উপজেলায় যেতে রাস্তা একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়। শ্রাবণের টানা বর্ষণে রাস্তাটি ডুবেই থাকছে।
মার্কাজ বাজার সংলগ্ন রাস্তাটিরও একই অবস্থা। রাস্তাগুলোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। জনদুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।