দিনাজপুরের নবাবগঞ্জে ‘প্রান্তিক জুয়েলার্স’ নামের এক স্বর্ণের দোকানেটিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১১ লাখ টাকার জিনিস চুরি হয়েছ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক শ্রী রতন চন্দ্র বিশ্বাস আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রতন চন্দ্র বিশ্বাস রাত ১০টায় দোকান বন্ধ করে সরল মনে নিজ বাসায় চলে যান এবং পরের দিন তিনি সকাল ১০টায় দোকান খুলে দেখেন, তার দোকানের সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। তিনি দেখেন দুর্বৃত্তরা তার দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণ, ৫০ ভরি রুপা ও নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী দোকান মালিক রতন চন্দ্র বিশ্বাস জানান, বাসায় যাওয়ার আগে দোকানের সিন্দুকে তিনি নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রুপা রেখে বাসায় চলে যান, পরের দিন সকলে দোকান খুলে দেখেন দুর্বৃত্তরা টিনের চালা খুলে ভিতরে প্রবেশ সব চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১১ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী একটি অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
দিনাজপুরের নবাবগঞ্জে ‘প্রান্তিক জুয়েলার্স’ নামের এক স্বর্ণের দোকানেটিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১১ লাখ টাকার জিনিস চুরি হয়েছ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক শ্রী রতন চন্দ্র বিশ্বাস আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রতন চন্দ্র বিশ্বাস রাত ১০টায় দোকান বন্ধ করে সরল মনে নিজ বাসায় চলে যান এবং পরের দিন তিনি সকাল ১০টায় দোকান খুলে দেখেন, তার দোকানের সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। তিনি দেখেন দুর্বৃত্তরা তার দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণ, ৫০ ভরি রুপা ও নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী দোকান মালিক রতন চন্দ্র বিশ্বাস জানান, বাসায় যাওয়ার আগে দোকানের সিন্দুকে তিনি নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রুপা রেখে বাসায় চলে যান, পরের দিন সকলে দোকান খুলে দেখেন দুর্বৃত্তরা টিনের চালা খুলে ভিতরে প্রবেশ সব চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১১ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী একটি অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।