রায়পুর (লক্ষ্মীপুর) : লাইব্রেরি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন -সংবাদ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে একযোগে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মঈনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় উপযোগী গল্প, ছড়া, জীবনী, বিজ্ঞান ও নৈতিক শিক্ষা বিষয়ক ১০৫টি বই দেওয়া হয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গুণগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ শিক্ষাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
রায়পুর (লক্ষ্মীপুর) : লাইব্রেরি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন -সংবাদ
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে একযোগে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মঈনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় উপযোগী গল্প, ছড়া, জীবনী, বিজ্ঞান ও নৈতিক শিক্ষা বিষয়ক ১০৫টি বই দেওয়া হয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গুণগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ শিক্ষাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।