সেনাবাহিনীর চাকরির পরীক্ষা দিতে যাওয়া হলো না দুই যুবকের। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। পরিবারের বাবা মার স্বপ্ন নিভে গেল সড়কে। পরিবারে চলছে আহাজারি। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার নলহরা তেহিস্যা বটতলা এলাকায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে মোটর সাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুত্বর আহত হন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে তারা জামালপুরের মেলান্দহ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর পরীক্ষা দিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। ধনবাড়ীর নলহরা বটতলা এলাকায় পৌছলে অপর দিক থেকে জামালপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুত্বর আহত হন। খবর পওয়া মাত্রই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
সেনাবাহিনীর চাকরির পরীক্ষা দিতে যাওয়া হলো না দুই যুবকের। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। পরিবারের বাবা মার স্বপ্ন নিভে গেল সড়কে। পরিবারে চলছে আহাজারি। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার নলহরা তেহিস্যা বটতলা এলাকায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে মোটর সাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুত্বর আহত হন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে তারা জামালপুরের মেলান্দহ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর পরীক্ষা দিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। ধনবাড়ীর নলহরা বটতলা এলাকায় পৌছলে অপর দিক থেকে জামালপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুত্বর আহত হন। খবর পওয়া মাত্রই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।