সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপির আওতায় গত মঙ্গল ও বুধবার পৃথক দুটি অভিযানে এসব গবাদি পশু আটক করা হয়। জব্দকৃত পশুগুলোর মোট মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় একটি চোরাকারবারি চক্র বিজিবির একটি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এক বিজিবি সদস্য আহত হন। পরে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই হামলার সঙ্গে জড়িত এক চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপির আওতায় গত মঙ্গল ও বুধবার পৃথক দুটি অভিযানে এসব গবাদি পশু আটক করা হয়। জব্দকৃত পশুগুলোর মোট মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় একটি চোরাকারবারি চক্র বিজিবির একটি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এক বিজিবি সদস্য আহত হন। পরে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই হামলার সঙ্গে জড়িত এক চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।