পটুয়াখালীর দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী, খাল ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের খাল, বিল? ও নালা থেকে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ অংশ নেন।এব্যাপারে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
পটুয়াখালীর দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী, খাল ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের খাল, বিল? ও নালা থেকে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ অংশ নেন।এব্যাপারে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।