আসাদুজ্জামান তুহিন ছবি: সংগৃহীত
চাঁদাবাজির বিরুদ্ধে ফেইসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, বিকেলে ফুটপাত ও দোকানপাটে চাঁদাবাজি নিয়ে সরাসরি ফেইসবুক লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’—এই ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এবং গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান তুহিন ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
চাঁদাবাজির বিরুদ্ধে ফেইসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, বিকেলে ফুটপাত ও দোকানপাটে চাঁদাবাজি নিয়ে সরাসরি ফেইসবুক লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’—এই ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এবং গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।