জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এ মামলায় আসামিপক্ষের শুনানি হবে আগামী ১৩ আগস্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন কৌঁসুলি মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। সঙ্গে ছিলেন কৌঁসুলি ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এক সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১৩ আগস্ট দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
এদিন সকালে ৮ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এ মামলার ৯ আসামির একজন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম পলাতক আছেন।
গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এ মামলায় আসামিপক্ষের শুনানি হবে আগামী ১৩ আগস্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন কৌঁসুলি মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। সঙ্গে ছিলেন কৌঁসুলি ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এক সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১৩ আগস্ট দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
এদিন সকালে ৮ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এ মামলার ৯ আসামির একজন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম পলাতক আছেন।
গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।