মহেশপুর (ঝিনাইদহ) : পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর -সংবাদ
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার, মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অবস্হান করা পাঁচ বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই জন পুরুষ, দুই জন নারী এবং এক শিশু।বিএসএফ আটককৃতদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবি’র কাছে হস্তান্তর করে তাদের ফেরত নেয়ার অনুরোধ জানায়।পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সীমান্ত পিলার ৬০/৩১-আর-এর কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে গ্রহণ করে।
আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাত সাড়ে ৭টায় জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
মহেশপুর (ঝিনাইদহ) : পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর -সংবাদ
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার, মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অবস্হান করা পাঁচ বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই জন পুরুষ, দুই জন নারী এবং এক শিশু।বিএসএফ আটককৃতদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবি’র কাছে হস্তান্তর করে তাদের ফেরত নেয়ার অনুরোধ জানায়।পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সীমান্ত পিলার ৬০/৩১-আর-এর কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে গ্রহণ করে।
আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাত সাড়ে ৭টায় জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।