alt

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের মানববন্ধন

সংবাদ জাতীয় ডেস্ক : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে সারা দেশে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বিক্ষাভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবওে বিস্তারিত:

চাঁদপুর : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার,(০৯ আগস্ট ২০২৫) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া প্রয়োজন।

চুয়াডাঙ্গা : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার শাস্তির দাবিতে, দর্শনা প্রেসক্লাব উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সাংবাদিক নেতা শামসুজ্জোহা পলাশ, আওয়াল হোসেন, মনিরুজ্জামান ধীরু কবি আবু সুফিয়ান, রেজাউল করিম, তানজির ফয়সাল, হানিফ মন্ডল, নজরুল ইসলাম, রিপন হোসেন, আহসান হাবিব বক্তব্য রাখেন। এ সময় জীবননগর, দামুড়হুদা ও দর্শনা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেবিদ্বার (কুমিল্লা) : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাংবাদিকরা। শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে’ মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল।

হোমনা (কুমিল্লা) : ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে ও হোমনা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের আয়োজনে পৃথক এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সাংবাদিক জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো. নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো. আসলাম, দৈনিক সংবাদ তিতাস-হোমনা প্রতিনিধি মো. আবুল কাশেম ভূঁইয়া।

দুমকি (পটুয়াখালী) : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।শনিবার বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবি সাংবাদিক কর্মীরা। গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সাংবাদিক হত্যা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সাংবাদিকরা সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। এতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলত্তর প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা পুরো গণমাধ্যম জগতের জন্য অশনিসংকেত। এটি শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি বাকস্বাধীনতার ওপর নির্মম আঘাত।

সখীপুর (টাঙ্গাইল) : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সড়কে অবস্থিত সখীপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর বলেন, দেশে আজ কারো নিরাপত্তা নেই। সাংবাদিকের সুরক্ষার আইন করতে হবে। সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

পাঁচবিবি (জয়পুরহাট) : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইটদিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিন মাথায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব।

ছবি

‘জামালপুর এক্সপ্রেস’-এর ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর যাত্রা

ছবি

সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১১ পথচারী

ছবি

শ্রীপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন

ছবি

সিলেটে ছাদ থেকে ফেলে প্রবাসীকে হত্যা: গ্রেপ্তার দুই

ছবি

এমআরটি লাইনের রামপুরা স্টেশন বাতিলসহ উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

ছবি

রাতে অনিরাপদ চকরিয়ার তিনটি রেলস্টেশন

ছবি

হবিগঞ্জ আলিয়াছড়া খাসিয়াপুঞ্জীতে এখন পান তোলার ব্যস্ততা

ছবি

মৌলভীবাজারে বিশ্ব আদিবাসি দিবসে দাবি, পাহাড়, নদী, বন, প্রকৃতি-আদিবাসিদের সংস্কৃতি

ছবি

ফরিদপুরে হাউজিং স্টেট থেকে এক তরুণীর লাশ উদ্ধার

ছবি

কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা : শিক্ষক সমাবেশে গিয়াস উদ্দিন

ছবি

সাতক্ষীরায় কীটনাশক ব্যবহারে অসুস্থ হচ্ছেন কৃষকরা

সিলেটে চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

ছবি

শেরপুরে করতোয়ার ভাঙনে নদীতে বাড়ি-আবাদি জমি

ছবি

মাদারগঞ্জে ৬ শিক্ষকের এক বিদ্যালয়ে শিক্ষার্থী নেই কেউ

ছবি

চিতলমারীতে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি

অসহায় রোগীদের পাশে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’

ছবি

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি

‘বিএনপির পরিচয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজির স্থান নাই’

ছবি

গোয়ালন্দে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ছবি

সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ৬০-৬৫ টাকা

ছবি

ধামইরহাটে ১৪ বাংলাদেশিকে পুশইন

ছবি

দাদন ব্যবসায়ীর রোষানলে নিঃস্ব এলাকাবাসীর মানববন্ধন

ছবি

নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় দুজন গ্রেপ্তার

ছবি

রামপালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

ছবি

কুমিল্লা ৯২ এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা

চাটখিলে ৪ মাদকসেবী দণ্ডিত

ছবি

নিষেধাজ্ঞা থাকলেও ভৈরবে তদারকি নেই পাখির হাটে

ছবি

সাটুরিয়ায় শহীদ সাদের প্রথমমৃত্যু বার্ষিকী পালিত

ছবি

শাল্লায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

ছবি

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

ছবি

সেতুর পাশ থেকে বালু উত্তোলন, ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিস

ছবি

রংপুরে সাবেক পুলিশ কমিশনারের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

নেত্রকোনায় ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

ছবি

সরিষাবাড়ীতে বেহাল রাস্তায় জনদুর্ভোগ

ছবি

সিলেটে ছিনতাইকারীদের হাতে যুবক খুন

ছবি

জনবহুল জনপদ আবুতোরাব স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক-ঔষধ

tab

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের মানববন্ধন

সংবাদ জাতীয় ডেস্ক

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে সারা দেশে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বিক্ষাভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবওে বিস্তারিত:

চাঁদপুর : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার,(০৯ আগস্ট ২০২৫) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া প্রয়োজন।

চুয়াডাঙ্গা : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার শাস্তির দাবিতে, দর্শনা প্রেসক্লাব উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সাংবাদিক নেতা শামসুজ্জোহা পলাশ, আওয়াল হোসেন, মনিরুজ্জামান ধীরু কবি আবু সুফিয়ান, রেজাউল করিম, তানজির ফয়সাল, হানিফ মন্ডল, নজরুল ইসলাম, রিপন হোসেন, আহসান হাবিব বক্তব্য রাখেন। এ সময় জীবননগর, দামুড়হুদা ও দর্শনা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেবিদ্বার (কুমিল্লা) : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাংবাদিকরা। শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে’ মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল।

হোমনা (কুমিল্লা) : ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে ও হোমনা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের আয়োজনে পৃথক এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সাংবাদিক জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো. নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো. আসলাম, দৈনিক সংবাদ তিতাস-হোমনা প্রতিনিধি মো. আবুল কাশেম ভূঁইয়া।

দুমকি (পটুয়াখালী) : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।শনিবার বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবি সাংবাদিক কর্মীরা। গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সাংবাদিক হত্যা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সাংবাদিকরা সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। এতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলত্তর প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা পুরো গণমাধ্যম জগতের জন্য অশনিসংকেত। এটি শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি বাকস্বাধীনতার ওপর নির্মম আঘাত।

সখীপুর (টাঙ্গাইল) : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সড়কে অবস্থিত সখীপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর বলেন, দেশে আজ কারো নিরাপত্তা নেই। সাংবাদিকের সুরক্ষার আইন করতে হবে। সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

পাঁচবিবি (জয়পুরহাট) : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইটদিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিন মাথায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব।

back to top