সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লি চিকিৎসক আজাদ রহমান জানান, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এখানে চিকিৎসা নিতে আসা শাহানা বেগম জানান, তিন/চার দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছেন। তিনি আরও জানান, তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমিনা বেগম বলেন, আমার দুই দিন ধরে জ্বর ও ঠাণ্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।
এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা. আকরামুজ্জামান বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লি চিকিৎসক আজাদ রহমান জানান, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এখানে চিকিৎসা নিতে আসা শাহানা বেগম জানান, তিন/চার দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছেন। তিনি আরও জানান, তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমিনা বেগম বলেন, আমার দুই দিন ধরে জ্বর ও ঠাণ্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।
এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা. আকরামুজ্জামান বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।