বরুড়া (কুমিল্লা) : গ্রোথ সেন্টার-মুদাফফরগঞ্জ আরএইচডি সড়কের পৌর শহর অংশের সড়ক রক্ষা বাঁধে ধস -সংবাদ
কুমিল্লার বরুড়ায়-নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ৮ মাসের মাথায় বরুড়া গ্রোথ সেন্টার হইতে মুদাফরগঞ্জ আরএইচ ডি ১৪.০৬ কিলোমিটার সড়কের বরুড়া পৌরশহর অংশে প্রায় ১ কিলোমিটার সড়কের রক্ষা বাঁধটির বিভিন্ন স্থান ভেঙে নিকটবর্তী খালে ধসে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীদের অভিযোগ বাঁধ নির্মাণ কাজে ঠিকাদারদের গাফেলতি আর অনিয়মের কারণেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ার এক বছর না যেতেই প্রায় ৮ মাসের মাথায় সড়ক রক্ষা বাঁধটি বিভিন্ন স্থানে ভেঙে নিকটবর্তী খালে ভেঙে পড়ছে।
ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক টেন্ডারের মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা ব্যায়ে গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাসুদ হাইটেক, জাহের লিমিটেড এবং আনোয়ারা ফাউন্ডেশনসহ তিনটি ঠিকাদরি প্রতিষ্ঠান কর্তৃক যৌথভাবে বরুড়া গ্রোথ সেন্টার থেকে মুদাফরগঞ্জ আরএইচ ডি ১৪.০৬ কিলোমিটার সড়কের পৌর শহর অংশের প্রায় ১ কিলোমিটার সড়কের রক্ষা বাঁধটি নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার এক বছর না যেতেই প্রায় ৮ মাসের মাথায় সড়ক রক্ষা বাঁধটির বিভিন্ন স্থানে বালু সরে গিয়ে গর্ত সৃষ্ঠি হয়েছে। আর সিসি ব্লকগুলো দেবে গেছে। আবার বাঁধের কোনো কোনো স্থান ভেঙে সিসি ব্লকসহ নিকটবর্তী খালে ধসে পড়েছে। যার ফলে ঝুঁকির মধ্যে পড়েছে সড়কটি।
অন্যদিকে রাস্তাসংলগ্ন বিভিন্ন বাসা-বাড়ির পানি নিষ্কাশনের পাইপ লাইন রাস্তাসহ বাঁধ ফুটো করে খালে সংযোগ স্থাপন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ নির্মাণকাজে ঠিকাদাদের গাফেলতি, অনিয়ম আর সড়কসহ রক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে ফুটো করে বাসাবাড়ির পাইপ লাইন খালে সংযোগ এই কারণেই সড়ক রক্ষা বাঁধটি এহেন অবস্থার সৃষ্টি হয়েছে। আর যে কোন সময় পুরো বাঁধটি নিকটবর্তী খালে ধসে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
যার ফলে সড়কটির স্থায়িত্ব ও হুমকির মধ্যে পড়েছে এমন আশঙ্কা স্থানীয়দের। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, সড়ক রক্ষা বাঁধটি পুনরায় মেরামত করে দেওয়ার জন্য তার দপ্তর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বরুড়া (কুমিল্লা) : গ্রোথ সেন্টার-মুদাফফরগঞ্জ আরএইচডি সড়কের পৌর শহর অংশের সড়ক রক্ষা বাঁধে ধস -সংবাদ
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
কুমিল্লার বরুড়ায়-নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ৮ মাসের মাথায় বরুড়া গ্রোথ সেন্টার হইতে মুদাফরগঞ্জ আরএইচ ডি ১৪.০৬ কিলোমিটার সড়কের বরুড়া পৌরশহর অংশে প্রায় ১ কিলোমিটার সড়কের রক্ষা বাঁধটির বিভিন্ন স্থান ভেঙে নিকটবর্তী খালে ধসে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীদের অভিযোগ বাঁধ নির্মাণ কাজে ঠিকাদারদের গাফেলতি আর অনিয়মের কারণেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ার এক বছর না যেতেই প্রায় ৮ মাসের মাথায় সড়ক রক্ষা বাঁধটি বিভিন্ন স্থানে ভেঙে নিকটবর্তী খালে ভেঙে পড়ছে।
ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক টেন্ডারের মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা ব্যায়ে গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাসুদ হাইটেক, জাহের লিমিটেড এবং আনোয়ারা ফাউন্ডেশনসহ তিনটি ঠিকাদরি প্রতিষ্ঠান কর্তৃক যৌথভাবে বরুড়া গ্রোথ সেন্টার থেকে মুদাফরগঞ্জ আরএইচ ডি ১৪.০৬ কিলোমিটার সড়কের পৌর শহর অংশের প্রায় ১ কিলোমিটার সড়কের রক্ষা বাঁধটি নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার এক বছর না যেতেই প্রায় ৮ মাসের মাথায় সড়ক রক্ষা বাঁধটির বিভিন্ন স্থানে বালু সরে গিয়ে গর্ত সৃষ্ঠি হয়েছে। আর সিসি ব্লকগুলো দেবে গেছে। আবার বাঁধের কোনো কোনো স্থান ভেঙে সিসি ব্লকসহ নিকটবর্তী খালে ধসে পড়েছে। যার ফলে ঝুঁকির মধ্যে পড়েছে সড়কটি।
অন্যদিকে রাস্তাসংলগ্ন বিভিন্ন বাসা-বাড়ির পানি নিষ্কাশনের পাইপ লাইন রাস্তাসহ বাঁধ ফুটো করে খালে সংযোগ স্থাপন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ নির্মাণকাজে ঠিকাদাদের গাফেলতি, অনিয়ম আর সড়কসহ রক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে ফুটো করে বাসাবাড়ির পাইপ লাইন খালে সংযোগ এই কারণেই সড়ক রক্ষা বাঁধটি এহেন অবস্থার সৃষ্টি হয়েছে। আর যে কোন সময় পুরো বাঁধটি নিকটবর্তী খালে ধসে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
যার ফলে সড়কটির স্থায়িত্ব ও হুমকির মধ্যে পড়েছে এমন আশঙ্কা স্থানীয়দের। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, সড়ক রক্ষা বাঁধটি পুনরায় মেরামত করে দেওয়ার জন্য তার দপ্তর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।