প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ্রয়ী আউশ ধানের চাষ

image

উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ্রয়ী আউশ ধানের চাষ

শনিবার, ০৯ আগস্ট ২০২৫
প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ্রয়ী আউশ ধান চাষ করে ভালো ফলন হওয়ায় খুশি মাষ্টার জাফর সাদিক নামের এক কৃষক। বোরো ধান কাটার পর এবং আমন ধান লাগানোর আগে অল্প সময়ের মধ্যে আউশ ধান চাষ হয়ে থাকে। এছাড়াও আউশ ধান কাটার পর জমিতে আমনের ফসলও করা যাবে যা কৃষকের বাড়তি আয় এনে দেয়। উপজেলা কৃষি অফিস থেকে আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। তারা জানান, আগে জমিতে বছরে দুইবার বোরো ও আমন ধানের চাষ হতো। এর মধ্যে ওই ধানী জমিতে অন্য ফসল চাষ করার সুযোগ ছিল না। ফলে বেকার হয়ে পড়তেন কৃষি শ্রমিকরা। এতে চাষি ও কৃষি শ্রমিকরা অর্থ সংকটে দিন কাটাতেন। আজ সেই অভাব দূর করে দিয়েছে হাইব্রিড জাতের আউশ ধান। সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাকরের হাট পূর্ব নাওডাঙ্গা এলাকার কৃষক আবু জাফর সাদিক সীডের আওতায় আউশ ব্রি-৯৮ জাতের ধান চাষ করেছেন। গাছে ধানশীষ সোনালি রঙ ধারণ করেছে। আর মাত্র ৮ থেকে ১০ দিনের মধ্যে ধান কেটে ঘরে নেওয়ার উপযোগী হবে। খেত দেখে কৃষক আবু জাফর সাদিকের চোখেমুখে আনন্দের ঝিলিক ফুটছে। যে জমিতে বছরে দুইবার ধান চাষ করতেন। এক ফসল বিক্রি করে আরেক ফসলের খরচ জোগান দিতে হতো। বন্যা, পোকামাকড় ও অনাবৃষ্টির কারণে প্রতিবছর আমন ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন কম হতো। আবার কোনো কোনো বছর প্রাকৃতিক দূর্যোগের ফলে খেত নষ্ট হওয়ায় ফসল তো দূরের কথা আমন খেতের খড়-বিচালিও তিনি আনতে পারতেন না। তাতে আবাদের খরচই উঠত না। কিন্তু এ বছর তিনি এক একর জমিতে ব্রি-ধান ৯৮ জাতের আউশ ধান লাগিয়েছেন। ধানের বাম্পার ফলন হয়েছে। এভাবেই তিনি প্রতি বছর আউশ ধানের চাষ করে অনেক লাভবান হচ্ছেন। সেচবিহীন এ আউশ ধান মাত্র ১১৫ দিনের ব্যবধানে ঘরে তুলে নেয়া যায় বলে জানান এ কৃষক। কৃষক জাফর সাদিক বলেন, এবছর বোরোধান কাটা শেষ হলে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে ১ একর জমিতে চাষ করেছেন সেচসাশ্রয়ী আউস ধান। এতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। ঘরে ধান উঠানো পর্যন্ত আরও খরচ হবে প্রায় ১২ হাজার টাকা। মোট খরচ হবে প্রায় ২৬ হাজার টাকা। ১ একর জমিতে ধানের আশা করছেন প্রায় ৬০ মণের। বর্তমান ধানের বাজার মণ প্রতি বিক্রি হচ্ছে ১২শ টাকা। তিনি ধান হতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা ও খড়-বিচালি বিক্রি করে ৫ থেকে ৬ হাজার টাকা বিক্রির আশা করছেন। তিনি আরও বলেন, আগামী বছর ৩ থেকে ৪ একর জমিতে আউশ ধানের চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আউশ চাষে খরচের দ্বিগুন আয় করা সম্ভব বলে জানান তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার আউশ চাষি জাহাঙ্গীর আলম, আহমেদ আলী ও সিদ্দিক মিয়াসহ আরও অনেকে বলেন, স্বল্পমেয়াদি সেচসাশ্রয়ী আউশ ধানের চাষ একটি লাভজনক ফসল। যা চাষবাদ করতে খরচ কম লাগে, দ্রুত পেকে যায়, কোন সেচ লাগে না স্বল্প সময়ে ঘরে উঠিয়ে নেয়া যায়। ফলে কৃষকেরা আউশ চাষের প্রতি ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, সেচসাশ্রয়ী আউশ ধান চাষ করলে ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আমনের জাতগুলোর তুলনায় ৬০ থেকে ৭০ দিন আগে এ ধান পেকে যায়। ফলে বাকি সময় চাষিরা অন্য ফসল চাষ করে লাভবান হতে পারেন। আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিস থেকে ৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অল্প সময়ে কম খরচে ফলনে ও দামে ভালো থাকায় এ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

» সিরাজগঞ্জে মরিয়ম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

» বেতাগীতে ঘনকুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

» মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ৫ বছরেও সম্পন্ন হয়নি

» বোয়ালখালীতে খালের গর্ভে বিলীন চলাচলের সড়ক

» রাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

» রৌমারীতে ধান-চাল সংগ্রহ শুরু

» রায়গঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

» পোরশায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

» প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

» টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

» হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

» নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

» সাঘাটায় হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

» বরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

» মহেশপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

» ‘লাইনম্যানের’ দৌরাত্মে দিশেহারা সিএনজি অটোরিক্সা চালকরা

» ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

» মীরসরাইয়ে ভূমিকম্প ঝুঁকিতে এক যুগের পুরোনো ভবন

» ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা