alt

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী হাউজবোট ঘিরে চলছে রমরমা মাদক বাণিজ্য

প্রতিনিধি, সুনামগঞ্জ : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন শত শত পর্যটকদের সমাগম ঘটে দেশের বিভিন্ন জায়গা থেকে। অন্তত চার শতাধিক হাউসবোট সুনামগঞ্জ শহর এবং নেত্রকোনা জেলার বিভিন্ন জায়গা থেকেও হাউসবোটগুলো পর্যটকদের নিয়ে আসে।

বিশেষ করে শুক্র, শনি এবং ছুটির দিনে অতিরিক্ত পর্যটকদের সমাগম ঘটে। কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসেন বন্ধু বান্ধব নিয়ে, শিক্ষা সফরে আসেন। আবার নাটক, সিনেমার অভিনেতা, অভিনেত্রী, মডেলরা ও আসেন। একদিন একরাতের প্যাকেজে রাত্রিযাপন টাঙ্গুয়ার হাওর বা আশপাশের কোনো জায়গাতে করেন। কিন্ত এই সুযোগে এক শ্রেণির পর্যটকদের বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের প্রতি ঝোক থাকায় এবং তাদের চাহিদা থাকায় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক মাদকের রমরমা বাণিজ্য দেখা দিয়েছে।

কিছু কিছু পর্যটক নানা কৌশলে সঙ্গে করেই মদসহ বিভিন্ন মাদক দ্রব্যে নিয়ে আসেন এমন অভিযোগ স্থানীয়দের। আবার পর্যটকদের চাহিদার কারণে কিছু মাদক কারবারিগণ হাউসবোটগুলোতে মাদক পৌঁছে দেন। এই কাজে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যবহার করা হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা হাউসবোটগুলোতে গিয়ে জিজ্ঞেস করে মাল লাগবে কি না, লাল পানি লাগবে কি না। বাবা লাগবে কি না ইত্যাদি। আবার ছোট ছোট নৌকা নিয়ে হাউসবোটের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর ফাঁকে মাদক দ্রব্যের কেনা বেচা চলে অবাধে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি বিষয় ভাইরাল হলে সবার নজরে আসে। ঢাকা থেকে আগত সুন্দরী রুমী নামে এক মডেল ছোট একটি নৌকায় চড়ে হাতে বিদেশি মদের বোতল নিয়ে অশালীন পোশাক পড়ে নানা অঙ্গ-ভঙ্গি করে তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । সামাজিক মাধ্যমে মানুষ এর নিন্দা জানান। আবার কোন কোন সময় কোন হাউসবোটের ছাদে কিংবা ভেতরে বসে বন্ধু-বান্ধব মিলে মদের আসর বসানোর ভিডিও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এতে বিপাকে পড়ছেন হাউসবোট, মালিক, চালকরা।

স্থানীয় ও হাউসবোট চালকদের সূত্রে জানা যায়, উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সীমান্ত এলাকার বিভিন্ন পর্যটনস্পটে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন। আর এসব পর্যটনস্পটে ঘুরতে ব্যবহার করেন হাউসবোট। হাউসবোট সাধারণত সুনামগঞ্জ জেলা শহর বা তাহিরপুর উপজেলা সদর থেকে পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওর হয়ে বিকেলে নিলাদ্রী লেক এবং পরের দিন জাদুকাটা নদীতে পৌঁছায়। জাদুকাটা নদীর বারেকটিলা, শিমুল বাগান বা লাউড়েরগড় পাড়ে হাউসবোট রাখা হয়।

হাউসবোট টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, যাদুকাটা নদীর পাড়ে (লাউড়েরগড়, শিমুল বাগান ও বারেকটিলা) পৌঁছা মাত্রই স্থানীয় ১০-১২ বছর বয়সী ছেলেরা বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল নিয়ে হাউসবোটে ওঠে বিক্রি করার জন্য।

শুক্রবার দুপুরে জাদুকাটা নদীর লাউড়েরগড় পাড়ে কয়েকজন ১০-১২ বছর বয়সের ছেলে বিদেশি মদ নিয়ে একটি হাউসবোটে এলে ছবি ও ভিডিও করায় পালিয়ে যায় তারা।

ভিডিও ধারণকারী পর্যটকবাহী হাউসবোট ম্যানেজার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তোফাজ্জল হোসেন শাওন বলেন, শুক্রবার দুপুরে আমাদের হাউসবোটটি জাদুকাটা নদীর পাড়ে (লাউড়েরগড়) আসা মাত্র ১০-১২ বছর বয়সের কয়েকটি ছেলে হাউসবোটে ওঠে বিদেশি মদ নিয়ে। পর্যটকদের কাছে এসে বলে ‘মাল লাগবে কি? বিভিন্ন ব্র্যান্ডের মাল দিতে পারব।’ তখন আমি ভেতর থেকে এসে ছবি তুলি ও ভিডিও করি। পরে ছেলেগুলো হাউসবোট থেকে নেমে যায়।

তরঙ্গ বিলাশ হাউসবোটচালক জানে আলম বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিয়ে এলেই ছোট ছোট ৮-১০টি নৌকা পর্যটকদের ঘুরাতে নিতে আসে। তারা এসে বলে ‘মামা লাল পানি (মদ) লাগবে? লাগলে দিতে পারি। যে কোনো ব্র্যান্ডের দেওয়া যাবে।’

তিনি বলেন, শুধু টাঙ্গুয়ার হাওর নয় বারেকটিলা শিমুল বাগান গেলেও স্থানীয় মদ ব্যবসায়ীদের কারণে বিপাকে পড়তে হয়। পর্যটক ও আমাদের কাছে এসেও বলে মদ লাগবে কি না?

আবার হাউসবোটগুলোর কিছু ষ্টাফদের বিরুদ্ধেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক পাড়, বারেকটিলা ও শিমুল বাগান হাউসবোট যাওয়ার পরে মাদক ব্যবসায়ীরা পর্যটকদের মাথা নষ্ট করে দেয়। এমনিতে অনেক পর্যটক মদ খোঁজে কিন্তু হাউসবোটের লোকজন অপারগতা স্বীকার করলেও স্থানীয় মদ ব্যবসায়ীরা এটা আরও সহজ করে দেয়। এখন তারা এই কাজে ছোট ছোট কম বয়সী ছেলেদের ব্যবহার করছে।

তাহিরপুর উপজেলার সংবাদ কর্মী কামাল হোসেন জানান, সীমান্ত এলাকার কাছাকাছি থাকায় খুব সহজেই বিভিন্ন ধরনের মাদক দ্রব্যে পাওয়া যায়।

হাউসবোট মালিক সমিতির সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, সুনামগঞ্জ জেলার ৯ টি উপজেলা এবং পার্শ্ববর্তী নেত্রকোনা জেলা থেকেও হাউসবোটে পর্যটকদের সমাগম ঘটে। এক শ্রেণির লোকজন বিশেষ করে ব্যাচেলরগণ এসব করে। আমরা হাউসবোট মালিকরা এসব বন্ধে আপ্রাণ চেষ্টা করছি। ইদানীং কয়েকজন আনসার নিয়োগ দেয়া হয়েছে ট্যাকেরঘাট। বাইরের হাউসবোট গুলো আমরা চিনি না, এগুলো প্রশাসন দেখার কথা।

এ বিষয়ে কথা বলতে তাহিরপুর থানার ওসি এবং তাহিরপুর উপজেলার ইউএনও কে একাধিক বার ফোন দিলে ও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, বিষয়টি জানার পর থেকেই আমরা প্রায় প্রতিদিনই অভিযান অব্যাহত রেখেছি। ধরাও হচ্ছে। এসব বন্ধে আরও অভিযান জোরদার করা হবে। পর্যটন এলাকাগুলোতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাহিরপুর একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ঘুরতে আসেন।

কিন্তু কিছু অসাধু চক্র মাদক ব্যবসা বা সেবনের মাধ্যমে এই এলাকার পরিবেশ ও পর্যটনের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালায়। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

ছবি

শ্রীপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন

ছবি

সিলেটে ছাদ থেকে ফেলে প্রবাসীকে হত্যা: গ্রেপ্তার দুই

ছবি

এমআরটি লাইনের রামপুরা স্টেশন বাতিলসহ উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

ছবি

রাতে অনিরাপদ চকরিয়ার তিনটি রেলস্টেশন

ছবি

হবিগঞ্জ আলিয়াছড়া খাসিয়াপুঞ্জীতে এখন পান তোলার ব্যস্ততা

ছবি

মৌলভীবাজারে বিশ্ব আদিবাসি দিবসে দাবি, পাহাড়, নদী, বন, প্রকৃতি-আদিবাসিদের সংস্কৃতি

ছবি

ফরিদপুরে হাউজিং স্টেট থেকে এক তরুণীর লাশ উদ্ধার

ছবি

কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা : শিক্ষক সমাবেশে গিয়াস উদ্দিন

ছবি

সাতক্ষীরায় কীটনাশক ব্যবহারে অসুস্থ হচ্ছেন কৃষকরা

সিলেটে চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

ছবি

শেরপুরে করতোয়ার ভাঙনে নদীতে বাড়ি-আবাদি জমি

ছবি

মাদারগঞ্জে ৬ শিক্ষকের এক বিদ্যালয়ে শিক্ষার্থী নেই কেউ

ছবি

চিতলমারীতে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি

অসহায় রোগীদের পাশে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’

ছবি

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি

‘বিএনপির পরিচয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজির স্থান নাই’

ছবি

গোয়ালন্দে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ছবি

সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ৬০-৬৫ টাকা

ছবি

ধামইরহাটে ১৪ বাংলাদেশিকে পুশইন

ছবি

দাদন ব্যবসায়ীর রোষানলে নিঃস্ব এলাকাবাসীর মানববন্ধন

ছবি

নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় দুজন গ্রেপ্তার

ছবি

রামপালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

ছবি

কুমিল্লা ৯২ এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা

চাটখিলে ৪ মাদকসেবী দণ্ডিত

ছবি

নিষেধাজ্ঞা থাকলেও ভৈরবে তদারকি নেই পাখির হাটে

ছবি

সাটুরিয়ায় শহীদ সাদের প্রথমমৃত্যু বার্ষিকী পালিত

ছবি

শাল্লায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

ছবি

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

ছবি

সেতুর পাশ থেকে বালু উত্তোলন, ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিস

ছবি

রংপুরে সাবেক পুলিশ কমিশনারের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

নেত্রকোনায় ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

ছবি

সরিষাবাড়ীতে বেহাল রাস্তায় জনদুর্ভোগ

ছবি

সিলেটে ছিনতাইকারীদের হাতে যুবক খুন

ছবি

জনবহুল জনপদ আবুতোরাব স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক-ঔষধ

ছবি

উলিপুরে স্বল্পমেয়াদি সেচসাশ্রয়ী আউশ ধানের চাষ

ছবি

বোয়ালখালীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

tab

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী হাউজবোট ঘিরে চলছে রমরমা মাদক বাণিজ্য

প্রতিনিধি, সুনামগঞ্জ

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন শত শত পর্যটকদের সমাগম ঘটে দেশের বিভিন্ন জায়গা থেকে। অন্তত চার শতাধিক হাউসবোট সুনামগঞ্জ শহর এবং নেত্রকোনা জেলার বিভিন্ন জায়গা থেকেও হাউসবোটগুলো পর্যটকদের নিয়ে আসে।

বিশেষ করে শুক্র, শনি এবং ছুটির দিনে অতিরিক্ত পর্যটকদের সমাগম ঘটে। কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসেন বন্ধু বান্ধব নিয়ে, শিক্ষা সফরে আসেন। আবার নাটক, সিনেমার অভিনেতা, অভিনেত্রী, মডেলরা ও আসেন। একদিন একরাতের প্যাকেজে রাত্রিযাপন টাঙ্গুয়ার হাওর বা আশপাশের কোনো জায়গাতে করেন। কিন্ত এই সুযোগে এক শ্রেণির পর্যটকদের বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের প্রতি ঝোক থাকায় এবং তাদের চাহিদা থাকায় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক মাদকের রমরমা বাণিজ্য দেখা দিয়েছে।

কিছু কিছু পর্যটক নানা কৌশলে সঙ্গে করেই মদসহ বিভিন্ন মাদক দ্রব্যে নিয়ে আসেন এমন অভিযোগ স্থানীয়দের। আবার পর্যটকদের চাহিদার কারণে কিছু মাদক কারবারিগণ হাউসবোটগুলোতে মাদক পৌঁছে দেন। এই কাজে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যবহার করা হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা হাউসবোটগুলোতে গিয়ে জিজ্ঞেস করে মাল লাগবে কি না, লাল পানি লাগবে কি না। বাবা লাগবে কি না ইত্যাদি। আবার ছোট ছোট নৌকা নিয়ে হাউসবোটের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর ফাঁকে মাদক দ্রব্যের কেনা বেচা চলে অবাধে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি বিষয় ভাইরাল হলে সবার নজরে আসে। ঢাকা থেকে আগত সুন্দরী রুমী নামে এক মডেল ছোট একটি নৌকায় চড়ে হাতে বিদেশি মদের বোতল নিয়ে অশালীন পোশাক পড়ে নানা অঙ্গ-ভঙ্গি করে তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । সামাজিক মাধ্যমে মানুষ এর নিন্দা জানান। আবার কোন কোন সময় কোন হাউসবোটের ছাদে কিংবা ভেতরে বসে বন্ধু-বান্ধব মিলে মদের আসর বসানোর ভিডিও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এতে বিপাকে পড়ছেন হাউসবোট, মালিক, চালকরা।

স্থানীয় ও হাউসবোট চালকদের সূত্রে জানা যায়, উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সীমান্ত এলাকার বিভিন্ন পর্যটনস্পটে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন। আর এসব পর্যটনস্পটে ঘুরতে ব্যবহার করেন হাউসবোট। হাউসবোট সাধারণত সুনামগঞ্জ জেলা শহর বা তাহিরপুর উপজেলা সদর থেকে পর্যটক নিয়ে টাঙ্গুয়ার হাওর হয়ে বিকেলে নিলাদ্রী লেক এবং পরের দিন জাদুকাটা নদীতে পৌঁছায়। জাদুকাটা নদীর বারেকটিলা, শিমুল বাগান বা লাউড়েরগড় পাড়ে হাউসবোট রাখা হয়।

হাউসবোট টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, যাদুকাটা নদীর পাড়ে (লাউড়েরগড়, শিমুল বাগান ও বারেকটিলা) পৌঁছা মাত্রই স্থানীয় ১০-১২ বছর বয়সী ছেলেরা বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল নিয়ে হাউসবোটে ওঠে বিক্রি করার জন্য।

শুক্রবার দুপুরে জাদুকাটা নদীর লাউড়েরগড় পাড়ে কয়েকজন ১০-১২ বছর বয়সের ছেলে বিদেশি মদ নিয়ে একটি হাউসবোটে এলে ছবি ও ভিডিও করায় পালিয়ে যায় তারা।

ভিডিও ধারণকারী পর্যটকবাহী হাউসবোট ম্যানেজার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তোফাজ্জল হোসেন শাওন বলেন, শুক্রবার দুপুরে আমাদের হাউসবোটটি জাদুকাটা নদীর পাড়ে (লাউড়েরগড়) আসা মাত্র ১০-১২ বছর বয়সের কয়েকটি ছেলে হাউসবোটে ওঠে বিদেশি মদ নিয়ে। পর্যটকদের কাছে এসে বলে ‘মাল লাগবে কি? বিভিন্ন ব্র্যান্ডের মাল দিতে পারব।’ তখন আমি ভেতর থেকে এসে ছবি তুলি ও ভিডিও করি। পরে ছেলেগুলো হাউসবোট থেকে নেমে যায়।

তরঙ্গ বিলাশ হাউসবোটচালক জানে আলম বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিয়ে এলেই ছোট ছোট ৮-১০টি নৌকা পর্যটকদের ঘুরাতে নিতে আসে। তারা এসে বলে ‘মামা লাল পানি (মদ) লাগবে? লাগলে দিতে পারি। যে কোনো ব্র্যান্ডের দেওয়া যাবে।’

তিনি বলেন, শুধু টাঙ্গুয়ার হাওর নয় বারেকটিলা শিমুল বাগান গেলেও স্থানীয় মদ ব্যবসায়ীদের কারণে বিপাকে পড়তে হয়। পর্যটক ও আমাদের কাছে এসেও বলে মদ লাগবে কি না?

আবার হাউসবোটগুলোর কিছু ষ্টাফদের বিরুদ্ধেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক পাড়, বারেকটিলা ও শিমুল বাগান হাউসবোট যাওয়ার পরে মাদক ব্যবসায়ীরা পর্যটকদের মাথা নষ্ট করে দেয়। এমনিতে অনেক পর্যটক মদ খোঁজে কিন্তু হাউসবোটের লোকজন অপারগতা স্বীকার করলেও স্থানীয় মদ ব্যবসায়ীরা এটা আরও সহজ করে দেয়। এখন তারা এই কাজে ছোট ছোট কম বয়সী ছেলেদের ব্যবহার করছে।

তাহিরপুর উপজেলার সংবাদ কর্মী কামাল হোসেন জানান, সীমান্ত এলাকার কাছাকাছি থাকায় খুব সহজেই বিভিন্ন ধরনের মাদক দ্রব্যে পাওয়া যায়।

হাউসবোট মালিক সমিতির সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, সুনামগঞ্জ জেলার ৯ টি উপজেলা এবং পার্শ্ববর্তী নেত্রকোনা জেলা থেকেও হাউসবোটে পর্যটকদের সমাগম ঘটে। এক শ্রেণির লোকজন বিশেষ করে ব্যাচেলরগণ এসব করে। আমরা হাউসবোট মালিকরা এসব বন্ধে আপ্রাণ চেষ্টা করছি। ইদানীং কয়েকজন আনসার নিয়োগ দেয়া হয়েছে ট্যাকেরঘাট। বাইরের হাউসবোট গুলো আমরা চিনি না, এগুলো প্রশাসন দেখার কথা।

এ বিষয়ে কথা বলতে তাহিরপুর থানার ওসি এবং তাহিরপুর উপজেলার ইউএনও কে একাধিক বার ফোন দিলে ও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, বিষয়টি জানার পর থেকেই আমরা প্রায় প্রতিদিনই অভিযান অব্যাহত রেখেছি। ধরাও হচ্ছে। এসব বন্ধে আরও অভিযান জোরদার করা হবে। পর্যটন এলাকাগুলোতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাহিরপুর একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ঘুরতে আসেন।

কিন্তু কিছু অসাধু চক্র মাদক ব্যবসা বা সেবনের মাধ্যমে এই এলাকার পরিবেশ ও পর্যটনের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালায়। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

back to top