প্রতিনিধি, নেত্রকোনা

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

নেত্রকোনায় ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

নেত্রকোনায় ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

শনিবার, ০৯ আগস্ট ২০২৫
প্রতিনিধি, নেত্রকোনা

সদ্য ঘোষিত নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা হলেও পূর্বধলা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কমিটিতে সভাপতিসহ বিভিন্ন পদে থাকা নেতাদের বিরুদ্ধে পূর্বে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠেছে। গত ৭ আগস্ট একযুগে জেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে সামজিক মাধ্যমে ও উপজেলা বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চলছে নানা বিতর্ক। তারই পরিপ্রেক্ষিতে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আটপাড়ার তেলিগাতী, সুসং সরকারি কলেজ কমিটি স্থগিত ও কেন্দুয়ার গন্ডা কলেজ কমিটি বাতিলসহ প্রায় ৭টি ইউনিটে সংশোধনী আনা হয়েছে। তবে বিতর্কিতদের দিয়ে কমিটি ঘোষণা করায় বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতারা। গতকাল শুক্রবার বিকালে শ্যামগঞ্জ বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে কলেজ শাখা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক রিপন জানান, বিগত সময়ে বারবার ফোন করেও দলীয় কোনো আয়োজনে যার কোনো সম্পৃক্ততা ছিল না তাকে কলেজ শাখার সভাপতি করে কমিটি ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন সাবেক ও বর্তমান ঘোষিত কমিটির নেতাকর্মীরা।

এদিকে ত্যাগী ও পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে ছাত্রলীগ ঘেঁষা গৌতম দেবনাথকে সভাপতি পদ থেকে বাদ না দিলে বর্তমান কমিটির সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান ফৌজিয়াসহ একাধিক নেতাকর্মী। তারা জানান, গৌতম দেব ইতোপূর্বে ছাত্রদলের কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি সূর্যসেন হলের সাবেক ভিপি মারিয়াম সোহান ও পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হাসান হাসিব, সহসভাপতি শাহীন মিয়াসহ কলেজ ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যার একাধিক ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে; যা দলের সম্মান ক্ষুণ্ন করছে। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল না করলে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন সাবেক ও বর্তমান নেতারা।

স্থানীয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ, সাবেক ছাত্রদল নেতা, পূর্বধলা উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান দুলালসহ একাধিক নেতাও এরকম কমিটি ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ৪ আগস্টেও যাদের ডেকে মিছিলে আনা যায়নি তাদের দিয়ে কীভাবে ছাত্রদলের কমিটি ঘোষিত হয়? এতে ত্যাগীরা বঞ্চিত হয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাধিকবার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে জেলার দায়িত্বপ্রাপ্ত একনেতা জানান, বেশকটি কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে অচিরেই তা সমাধান করা হবে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী জানান, জেলাতে সদ্য ঘোষিত ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিগুলো নিয়ে বিকর্তের সৃষ্টি হয়েছে। তাই কমিটি স্থগিত করতে কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

» সিরাজগঞ্জে মরিয়ম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

» বেতাগীতে ঘনকুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

» মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ৫ বছরেও সম্পন্ন হয়নি

» বোয়ালখালীতে খালের গর্ভে বিলীন চলাচলের সড়ক

» রাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

» রৌমারীতে ধান-চাল সংগ্রহ শুরু

» রায়গঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

» পোরশায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

» প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

» টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

» হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

» নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

» সাঘাটায় হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

» বরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

» মহেশপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

» ‘লাইনম্যানের’ দৌরাত্মে দিশেহারা সিএনজি অটোরিক্সা চালকরা

» ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

» মীরসরাইয়ে ভূমিকম্প ঝুঁকিতে এক যুগের পুরোনো ভবন

» ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা