সাতক্ষীরার মসলা বাজারে এক সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজি প্রতি ৬০-৬৫ টাকা বেড়েছে। সরবরাহ ঘাটতি মসলাপণ্যটির দাম বাড়ার প্রধান কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড় বাজারে গতকাল শুক্রবার মেসার্স মামা ভাগ্নে ভাণ্ডারে আদা পাইকারি বিক্রি হয়েছে কেজি প্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহুরুল হক জানান, ৮-১০ দিন ধরে বাজারে সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে।
খুচরা বাজারেও একই প্রভাব পড়েছে। মেসার্স সরদার স্টোরে আদা বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ টাকা।
দোকানটির সত্ত্বাধিকারী আব্দুল হাকিম জানান, পাইকারি দামের ঊর্ধ্বগতির কারণে আদার খুচরা দামও বেড়েছে।