টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যাওয়ায় প্রায় ৩ ঘণ্টা বিলম্ব হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর জংশন স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মো. আক্তার হোসাইন শেখ জানান, ইঞ্জিনে আগুন লাগার পর কিছু দূর গিয়ে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। পরে ‘বিজয় এক্সপ্রেস’-এর ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনটিকে টেনে আবার জামালপুর জংশনে আনা হয়।
ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
রোববার, ১০ আগস্ট ২০২৫
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যাওয়ায় প্রায় ৩ ঘণ্টা বিলম্ব হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর জংশন স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মো. আক্তার হোসাইন শেখ জানান, ইঞ্জিনে আগুন লাগার পর কিছু দূর গিয়ে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। পরে ‘বিজয় এক্সপ্রেস’-এর ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনটিকে টেনে আবার জামালপুর জংশনে আনা হয়।
ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।