ছবি : অনলাইন থেকে সংগৃহীত
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। গত রোববার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়। পরে বিজ্ঞপ্তিটি পরীক্ষার্থীর রোল নাম্বার ও বিষয়ভিত্তিক পরিবর্তিত গ্রেড উল্লেখ করে বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৭৭টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন হয়। এর মধ্যে ১৯০ জন ফেল থেকে পাশ করেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে ফলাফল প্রকাশ করা হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১৩ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
ছবি : অনলাইন থেকে সংগৃহীত
রোববার, ১০ আগস্ট ২০২৫
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। গত রোববার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়। পরে বিজ্ঞপ্তিটি পরীক্ষার্থীর রোল নাম্বার ও বিষয়ভিত্তিক পরিবর্তিত গ্রেড উল্লেখ করে বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৭৭টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন হয়। এর মধ্যে ১৯০ জন ফেল থেকে পাশ করেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে ফলাফল প্রকাশ করা হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১৩ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।