নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে তাবাসসুম (৬) ও তানিষা মণি (৫) নামে দুই শিশু বাড়ি পাশে বাক লঙ্ন নদীতে ডুবে মারা যায়। মৃত তাবাসসুম উপজেলার কূমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে ও তানিষা নুর একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানান, শনিবার ৯ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়ি পাশে দোকান থেকে জালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ঘাটলায় বসাছিল। কিছুক্ষণ পর নৌকায় থাকা কিছু লোক নদীতে কিছু একটা বাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিতর দেহ দেখতে পায়। কদমতলী গ্রামের বাচ্চু মিয়া জানায়, সন্ধ্যারদিকে দুইটি শিশুর লাশ নদীতে ভাসমান অবস্থা পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
রোববার, ১০ আগস্ট ২০২৫
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে তাবাসসুম (৬) ও তানিষা মণি (৫) নামে দুই শিশু বাড়ি পাশে বাক লঙ্ন নদীতে ডুবে মারা যায়। মৃত তাবাসসুম উপজেলার কূমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে ও তানিষা নুর একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানান, শনিবার ৯ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়ি পাশে দোকান থেকে জালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ঘাটলায় বসাছিল। কিছুক্ষণ পর নৌকায় থাকা কিছু লোক নদীতে কিছু একটা বাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিতর দেহ দেখতে পায়। কদমতলী গ্রামের বাচ্চু মিয়া জানায়, সন্ধ্যারদিকে দুইটি শিশুর লাশ নদীতে ভাসমান অবস্থা পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হয়।