কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছড়ার পানিতে ছুড়ে ফেলে ছয় বছরের শিশু পুত্রকে তাসিনকে হত্যার চেষ্টা করেছেন এক পাষাণ্ড পিতা। গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শহীদ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে ছুড়ে ফেলার সঙ্গে। সঙ্গেই শিশুটির চিৎকার শুনে এক ব্যক্তি ছুটে এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান ওই পাষাণ্ড পিতা। পরে ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ লালমনিরহাট- ফুলবাড়ী থানা এলাকার সীমান্তে অবস্থান নেয়। পরে জনগণের সহযোগিতায় ওই পাষাণ্ড কে আটক করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট থানা পুলিশের হাতে আটক ওই পাষাণ্ডের নাম মো. মুরাদুজ্জামান মুরাদ (৩৯)।
তিনি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মাস্টার পাড়া এলাকার আলী আকবরের ছেলে। পারিবারিক কলহের জেরে অতিষ্ঠ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর নবী জানান, শিশু হত্যা চেষ্টায় জড়িত মুরাদকে আটকের বিষয়টি ইতিমধ্যে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ফুলবাড়ী থানায় অবগত করা হয়েছে। তারা আসার পরে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার, ১০ আগস্ট ২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছড়ার পানিতে ছুড়ে ফেলে ছয় বছরের শিশু পুত্রকে তাসিনকে হত্যার চেষ্টা করেছেন এক পাষাণ্ড পিতা। গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শহীদ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে ছুড়ে ফেলার সঙ্গে। সঙ্গেই শিশুটির চিৎকার শুনে এক ব্যক্তি ছুটে এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যান ওই পাষাণ্ড পিতা। পরে ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ লালমনিরহাট- ফুলবাড়ী থানা এলাকার সীমান্তে অবস্থান নেয়। পরে জনগণের সহযোগিতায় ওই পাষাণ্ড কে আটক করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট থানা পুলিশের হাতে আটক ওই পাষাণ্ডের নাম মো. মুরাদুজ্জামান মুরাদ (৩৯)।
তিনি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মাস্টার পাড়া এলাকার আলী আকবরের ছেলে। পারিবারিক কলহের জেরে অতিষ্ঠ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর নবী জানান, শিশু হত্যা চেষ্টায় জড়িত মুরাদকে আটকের বিষয়টি ইতিমধ্যে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ফুলবাড়ী থানায় অবগত করা হয়েছে। তারা আসার পরে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।