নেত্রকোনার মোহনগঞ্জ ঢাকা-ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ রেলের শেষ গন্তব্য। মোহনগঞ্জে রেলওয়ে বাউন্ডারির রেললাইনঘেঁষে ময়লার স্তূপ জমেছে। গৃহস্থালি, দোকানপাটের বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। রেললাইনঘেঁষে জায়গায় রাখা হচ্ছে পৌরসভার বর্জ্য। ময়লা পরিবহনের গাড়িও এখানে রয়েছে। জায়গাটি রাস্তা না হলেও এ জায়গা দিয়ে অনেক রেলযাত্রী প্লাটফর্মের মাথা হয়ে এ জায়গা দিয়ে মোহনগঞ্জ বাজারের রাস্তায় উঠেন। কর্দমাক্ত ও বর্জ্যরে দুর্গন্ধে এখন চলা দায়। অধিকাংশ যাত্রী ওভার ব্রিজ দিয়ে না গিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের রাস্তায় উঠছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। শেষ স্টেশন হওয়ায় যাত্রী উঠানামাও বেশি। তাই বিকল্প জায়গাটি চলাচল ও পরিবেশের জন্য পরিষ্কার করা জরুরি। পাশাপাশি যাত্রীসাধারন, পথচারীদেরও ওভার ব্রিজ ও পার্শ্বরাস্তায় চলাচলে সচেতন হওয়া অপরিহার্য। বর্জ্য অপসারণ করে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।