ছবি : অনলাইন থেকে সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা গোয়াল ঘরে আগুনে এক কৃষকের ৪টি গরু পুড়ে মারা গেছে। আহত হয়েছে আরও দুই গরু। রোববার দিবাগত রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে শাহ আলম বেগ নামের এক কৃষকের গোয়ালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন শাহ আলম। রাত সোয়া তিনটার দিকে প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙলে গোয়ালঘরে আগুন দেখতে পান। ওই কৃষকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরমধ্যে চারটি গরু পুড়ে মারা গেছে। একটি গাভী আহত হয়ে গোয়াল থেকে বাইরে চলে যায়। আরেকটি গুরুতর আহত গরুকে স্থানীয়রা জবাই করেছে। আগুন নেভাতে গিয়েও কৃষক শাহ আলম আহত হয়েছে। তার দুহাত পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। চোখের পলকে আমার সব শেষ হয়ে গেল। আমার পরিবার নিঃস্ব হয়ে গেল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অসচেতনতার কারণে শাহ আলমের অনেক বড় ক্ষতি হয়ে গেল। বিত্তবানদের ওই ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়নোর জন্য আহ্বান করছি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ওই কৃষকের গোয়াল ঘরে আগুনের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ছবি : অনলাইন থেকে সংগৃহীত
সোমবার, ১১ আগস্ট ২০২৫
টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা গোয়াল ঘরে আগুনে এক কৃষকের ৪টি গরু পুড়ে মারা গেছে। আহত হয়েছে আরও দুই গরু। রোববার দিবাগত রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে শাহ আলম বেগ নামের এক কৃষকের গোয়ালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন শাহ আলম। রাত সোয়া তিনটার দিকে প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙলে গোয়ালঘরে আগুন দেখতে পান। ওই কৃষকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরমধ্যে চারটি গরু পুড়ে মারা গেছে। একটি গাভী আহত হয়ে গোয়াল থেকে বাইরে চলে যায়। আরেকটি গুরুতর আহত গরুকে স্থানীয়রা জবাই করেছে। আগুন নেভাতে গিয়েও কৃষক শাহ আলম আহত হয়েছে। তার দুহাত পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। চোখের পলকে আমার সব শেষ হয়ে গেল। আমার পরিবার নিঃস্ব হয়ে গেল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অসচেতনতার কারণে শাহ আলমের অনেক বড় ক্ষতি হয়ে গেল। বিত্তবানদের ওই ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়নোর জন্য আহ্বান করছি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ওই কৃষকের গোয়াল ঘরে আগুনের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।