মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্যাম্প ছেড়ে আসা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্য ভারী অস্ত্রসহ বাংলাদেশে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে জীবন তঞ্চঙ্গা অস্ত্রসহ এসে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মংডুর একটি ক্যাম্প থেকে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পালিয়ে এসে জীবন বিজিবির কাছে আশ্রয় চান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৩০০ আরাকান আর্মির সদস্য পালিয়েছে। তাদের যেকোনো সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে।
এদের মধ্যে কেউ বাংলাদেশি নাগরিক কি না—প্রশ্নের জবাবে বিজিবি কর্মকর্তা বলেন, “জীবন সবাইকে চেনেন না, তাই এমন তথ্য দেননি। তারা মূলত ক্যাম্পের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পালাচ্ছেন।”
আত্মসমর্পণকারীকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সোমবার, ১১ আগস্ট ২০২৫
মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্যাম্প ছেড়ে আসা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্য ভারী অস্ত্রসহ বাংলাদেশে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে জীবন তঞ্চঙ্গা অস্ত্রসহ এসে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মংডুর একটি ক্যাম্প থেকে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পালিয়ে এসে জীবন বিজিবির কাছে আশ্রয় চান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৩০০ আরাকান আর্মির সদস্য পালিয়েছে। তাদের যেকোনো সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে।
এদের মধ্যে কেউ বাংলাদেশি নাগরিক কি না—প্রশ্নের জবাবে বিজিবি কর্মকর্তা বলেন, “জীবন সবাইকে চেনেন না, তাই এমন তথ্য দেননি। তারা মূলত ক্যাম্পের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পালাচ্ছেন।”
আত্মসমর্পণকারীকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।