চুয়াডাঙ্গা দামুড়হুদায় এক গাভি তিনটি বাছুরের জন্ম দিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতলা গ্রামে এক কৃষানীর গাভী এই তিনটি বাচ্চা প্রসব করে। এই বিরল ঘটনায় আশপাশ এলাকার মানুষজন বাছুর দেখতে ভীর করেছে। বর্তমানে গাভি ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে বলে জানায় চিকিৎসক।
দামুড়হুদা হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক বলেন, কৃষানি গরুর মালিক আমাকে ফোন দিয়ে বলে আমার গাভিটি ছটফট করছে। আমি দ্রুত সেখানে পৌঁছেই ও স্বাভাবিক ভাবেই বাচ্চা প্রসব করাই।
প্রথমে দু’টি বাছুর জন্মের পর গাভির আচারনে আমার সন্দেহ হয়। ওই সময় গাভি দাঁড়িয়ে গেলে আমি মনে করেছিলেন হয়তোবা প্রসব শেষ। কিন্তু আচরণ দেখে সন্দেহ হওয়ায় আবার পরীক্ষা করে দেখা যায়, পেটে আরও একটি বাছুর রয়েছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি।
তিনি আরো বলেন আমার জীবনে এমন বিরল ঘটনা এই প্রথম দেখলাম।
গরুর মালিক মর্জিনা বলেন, এক বছর আগে কেনা গাভীটির দেখাশোনা যতœ করেছেন তিনি। গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু একসঙ্গে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি, আমি খুবই আনন্দিত।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি বলেন, আজ সোমবার দুপুরে আমি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসক পাঠিয়েছি। নিয়মিত খোঁজখবর রাখছি, এবং গাভী ও তিনটি বাছুর যাহাতে সুস্থ থাকে ওষুধপত্র যা লাগে,সেগুলো সব দেয়া হবে।
এ বিষয় চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বিরল ঘটনা। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়, তিনটি একসঙ্গে জন্ম দেওয়া সচরাচর দেখা যায় না।
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গা দামুড়হুদায় এক গাভি তিনটি বাছুরের জন্ম দিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতলা গ্রামে এক কৃষানীর গাভী এই তিনটি বাচ্চা প্রসব করে। এই বিরল ঘটনায় আশপাশ এলাকার মানুষজন বাছুর দেখতে ভীর করেছে। বর্তমানে গাভি ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে বলে জানায় চিকিৎসক।
দামুড়হুদা হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক বলেন, কৃষানি গরুর মালিক আমাকে ফোন দিয়ে বলে আমার গাভিটি ছটফট করছে। আমি দ্রুত সেখানে পৌঁছেই ও স্বাভাবিক ভাবেই বাচ্চা প্রসব করাই।
প্রথমে দু’টি বাছুর জন্মের পর গাভির আচারনে আমার সন্দেহ হয়। ওই সময় গাভি দাঁড়িয়ে গেলে আমি মনে করেছিলেন হয়তোবা প্রসব শেষ। কিন্তু আচরণ দেখে সন্দেহ হওয়ায় আবার পরীক্ষা করে দেখা যায়, পেটে আরও একটি বাছুর রয়েছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি।
তিনি আরো বলেন আমার জীবনে এমন বিরল ঘটনা এই প্রথম দেখলাম।
গরুর মালিক মর্জিনা বলেন, এক বছর আগে কেনা গাভীটির দেখাশোনা যতœ করেছেন তিনি। গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু একসঙ্গে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি, আমি খুবই আনন্দিত।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি বলেন, আজ সোমবার দুপুরে আমি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসক পাঠিয়েছি। নিয়মিত খোঁজখবর রাখছি, এবং গাভী ও তিনটি বাছুর যাহাতে সুস্থ থাকে ওষুধপত্র যা লাগে,সেগুলো সব দেয়া হবে।
এ বিষয় চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বিরল ঘটনা। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়, তিনটি একসঙ্গে জন্ম দেওয়া সচরাচর দেখা যায় না।