ছবি : অনলাইন থেকে সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে বিয়ের দাওয়াতে এসে বাড়ি ফেরা হলো না লিলিশা বেসরা (১ বছর ৬ মাস) নামের এক আদিবাসী শিশুর। নিখোঁজ ৩ দিন পরে বিয়ে বাড়ির পাশে চতরা বিলের বাঁশঝাড় থেকে নগ্ন অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিনোদনগর ইউনিয়নের হাতিমারা গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু লিলিশা বেসরা ( ১ বছর ৬ মাস) উপজেলার কালিরহাট ঠসার মোড় এলাকার দিনেশ মর্মুর মেয়ে, এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। এলাকাবাসী ও পুলিশ জানান, গত শনিবার বাবা-মায়ের সঙ্গে আত্মীয়র বাড়িতে বিয়ে খেতে এসে রাতেই হারিয়ে যান লিলিশা বেসরা, পরে গত শনিবার রাত থেকেই লিলিশা বেসরা খোঁজাখোঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা । খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার (১২-০৮-২০২৫) সকালে বিয়ে বাড়ির পাশে চতরা বিলের পুকুর পাড়ের বাঁশ ঝার থেকে শিশু লিলিশা বেসরার মরাদেহ উদ্ধার করে পুলিশ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, বাঁশঝাড়ে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে শিশুর মরাদেহ দেখতে পায় রুপলাল নামে এক আদিবাসী যুবক। পরে স্থানীয়রা ত্রিপল (৯৯৯) লাইনে ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক ৬ জন’কে জিজ্ঞেসাবদের জন্য আটক করা হয়েছে। মরাদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি : অনলাইন থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে বিয়ের দাওয়াতে এসে বাড়ি ফেরা হলো না লিলিশা বেসরা (১ বছর ৬ মাস) নামের এক আদিবাসী শিশুর। নিখোঁজ ৩ দিন পরে বিয়ে বাড়ির পাশে চতরা বিলের বাঁশঝাড় থেকে নগ্ন অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিনোদনগর ইউনিয়নের হাতিমারা গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু লিলিশা বেসরা ( ১ বছর ৬ মাস) উপজেলার কালিরহাট ঠসার মোড় এলাকার দিনেশ মর্মুর মেয়ে, এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। এলাকাবাসী ও পুলিশ জানান, গত শনিবার বাবা-মায়ের সঙ্গে আত্মীয়র বাড়িতে বিয়ে খেতে এসে রাতেই হারিয়ে যান লিলিশা বেসরা, পরে গত শনিবার রাত থেকেই লিলিশা বেসরা খোঁজাখোঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা । খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার (১২-০৮-২০২৫) সকালে বিয়ে বাড়ির পাশে চতরা বিলের পুকুর পাড়ের বাঁশ ঝার থেকে শিশু লিলিশা বেসরার মরাদেহ উদ্ধার করে পুলিশ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, বাঁশঝাড়ে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে শিশুর মরাদেহ দেখতে পায় রুপলাল নামে এক আদিবাসী যুবক। পরে স্থানীয়রা ত্রিপল (৯৯৯) লাইনে ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক ৬ জন’কে জিজ্ঞেসাবদের জন্য আটক করা হয়েছে। মরাদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।