নবীগঞ্জ উপজেলার পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি এবং পাঠদানের প্রতি গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষিকা শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় পাঠদান শুরু হয়নি। এসময় বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা মাঠে ও আঙিনায় ছুটোছুটি করছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, এ চিত্র কোনো একদিনের নয়। প্রতিদিনই এমন পরিস্থিতি বিরাজ করছে এই বিদ্যালয়ে। শিক্ষকদের নিয়মশৃঙ্খলার তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার মেলেনি। বরং কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শিক্ষার মান রক্ষা ও অনিয়মের অবসান দাবিতে গতকাল সোমবার স্থানীয় যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা দ্রুত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকাবাসীর দাবি, সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে, অথচ মাঠপর্যায়ে শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তবে এ প্রচেষ্টা ব্যাহত হবে। তাই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
নবীগঞ্জ উপজেলার পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি এবং পাঠদানের প্রতি গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষিকা শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় পাঠদান শুরু হয়নি। এসময় বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা মাঠে ও আঙিনায় ছুটোছুটি করছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, এ চিত্র কোনো একদিনের নয়। প্রতিদিনই এমন পরিস্থিতি বিরাজ করছে এই বিদ্যালয়ে। শিক্ষকদের নিয়মশৃঙ্খলার তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার মেলেনি। বরং কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শিক্ষার মান রক্ষা ও অনিয়মের অবসান দাবিতে গতকাল সোমবার স্থানীয় যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা দ্রুত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকাবাসীর দাবি, সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে, অথচ মাঠপর্যায়ে শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তবে এ প্রচেষ্টা ব্যাহত হবে। তাই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।