দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তিপনের টাকা না পেয়ে লিলিশা বেসরা (১ বছর ৬ মাস) নামে এক আদিবাসী শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে অপহরণ কারীরা। এঘটনায় ওই রাতেই নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারার মৃত শ্যামল মার্ডীর ছেলে ইলিয়াজ মার্ডী, মৃত রাম মার্ডীর ছেলে জ্যাঠা মার্ডী ও তার ছেলে শিবলাল মার্ডী।
এজাহার সূত্রে জানাযায়, নিহত লিলিশা বেসরা গত শনিবার বিনোদনগর ইউনিয়নের হাতিমারা আদিবাসী পাড়ায় বাবা-মায়ের সাথে বিয়ে খেতে আসেন তার বাবার খালাতো ভাই রাবনের বাসায়, বিয়ে বাড়ি থেকে সেদিন বিকালেই কৌশলে লিলিশা বেসরাকে অপহরণ করে ১১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন অপহরণকারীরা। লিলিশা বেসরার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায়, অপহরণকারীরা লিলিশা বেসরাকে ধর্ষন করে হত্যা করে, হাতিমারা এলাকার চতরা বিলের পুকুর পাড়ের বাঁশবাগান ও ঝোপ ঝাড়ের ভিতরে লিলিশার লাশ লুকিয়ে রাখে। ঘটনার ৩ দিন পরে গতকাল সোমবার সকাল রুপলাল মর্মু নামে এক যুবক বাঁশঝাড়ের মধ্যে লিলিশা বেসরার লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দিলে লাশ উদ্ধার করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, অপহরনের পরে ধর্ষণ করে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তিপনের টাকা না পেয়ে লিলিশা বেসরা (১ বছর ৬ মাস) নামে এক আদিবাসী শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে অপহরণ কারীরা। এঘটনায় ওই রাতেই নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারার মৃত শ্যামল মার্ডীর ছেলে ইলিয়াজ মার্ডী, মৃত রাম মার্ডীর ছেলে জ্যাঠা মার্ডী ও তার ছেলে শিবলাল মার্ডী।
এজাহার সূত্রে জানাযায়, নিহত লিলিশা বেসরা গত শনিবার বিনোদনগর ইউনিয়নের হাতিমারা আদিবাসী পাড়ায় বাবা-মায়ের সাথে বিয়ে খেতে আসেন তার বাবার খালাতো ভাই রাবনের বাসায়, বিয়ে বাড়ি থেকে সেদিন বিকালেই কৌশলে লিলিশা বেসরাকে অপহরণ করে ১১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন অপহরণকারীরা। লিলিশা বেসরার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায়, অপহরণকারীরা লিলিশা বেসরাকে ধর্ষন করে হত্যা করে, হাতিমারা এলাকার চতরা বিলের পুকুর পাড়ের বাঁশবাগান ও ঝোপ ঝাড়ের ভিতরে লিলিশার লাশ লুকিয়ে রাখে। ঘটনার ৩ দিন পরে গতকাল সোমবার সকাল রুপলাল মর্মু নামে এক যুবক বাঁশঝাড়ের মধ্যে লিলিশা বেসরার লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দিলে লাশ উদ্ধার করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, অপহরনের পরে ধর্ষণ করে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।