রংপুরে দুদক চেয়ারম্যান
রংপুর : দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান -সংবাদ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা সোসালমিডিয়া ও পত্র পত্রিকাতে দেখেছি। কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং সেটা যদি সুনির্দিষ্ট হয় সেটা আমরা দেখবো। তিনি আরও বলেন, দুদকের আমিসহ কারো বিরুদ্ধে অভিযোগ আসে সেটাও সাংবাদিকরা লিখবেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রংপুর নগরীর ষ্টেশন রোড এলাকায় দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার রাজনৈতিক সরকার নয়, অন্তবর্তীকালিন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ। তিনি দুর্নীতির বিপক্ষের মানুষ। যদি তার নিজের উপদেষ্টা পরিষদের কেউ দুনীতির সাথে সম্পৃক্ত হন এ ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। তাছাড়া আমাদের যে বিধিবদ্ধ আইন তাতে কাউকেই বিন্দু মাত্র ছাড় দেবার সুযোগ নেই।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান আছে আরো কয়েকটি তদন্তাধীন। যদি তদন্তে সেসব অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা মামলা মোকদ্দমায় চলে যাবো।
রংপুর সিটি করপোরেশনের দুর্নীতি উদঘাটনে খুব শীঘ্রই আমরা সেখানে অভিযান শুরু করবো । এ ব্যাপারে আমি প্রস্তুত হয়ে আসি নাই। রংপুর সিটি করপোরেশনের সুনির্দিষ্ট অভিযোগগুলো চেক করে দেখা হবে মামলা মোকদ্দমা কি আছে সেসবের অবস্থা কি সবই দেখা হবে। ঢাকায় ফিরে ফাইলপত্র দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথাও জানান তিনি। তিনি বলেন দুদকের অনেক পুরানো মামলা আছে নতুন মামলাও আছে। বেশ কিছু পুরাতন মামলা ধামাচাপা অবস্থায় পড়ে ছিলো সেই মামলা গুলোকে আমরা পুনজ্জিবীত করার চেষ্টা করছি। নতুন মামলা গুলোর উপর আমরা সার্বক্ষণিক মনিটারিং করছি। দুদক চেয়ারম্যান ষ্টেশন রোড এলাকায় দুনীতি দমন কমিশনের নিজস্ব জমিতে ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ১৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনটি রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে তিনি জানান ।
রংপুরে দুদক চেয়ারম্যান
রংপুর : দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান -সংবাদ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা সোসালমিডিয়া ও পত্র পত্রিকাতে দেখেছি। কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং সেটা যদি সুনির্দিষ্ট হয় সেটা আমরা দেখবো। তিনি আরও বলেন, দুদকের আমিসহ কারো বিরুদ্ধে অভিযোগ আসে সেটাও সাংবাদিকরা লিখবেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রংপুর নগরীর ষ্টেশন রোড এলাকায় দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার রাজনৈতিক সরকার নয়, অন্তবর্তীকালিন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ। তিনি দুর্নীতির বিপক্ষের মানুষ। যদি তার নিজের উপদেষ্টা পরিষদের কেউ দুনীতির সাথে সম্পৃক্ত হন এ ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। তাছাড়া আমাদের যে বিধিবদ্ধ আইন তাতে কাউকেই বিন্দু মাত্র ছাড় দেবার সুযোগ নেই।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান আছে আরো কয়েকটি তদন্তাধীন। যদি তদন্তে সেসব অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা মামলা মোকদ্দমায় চলে যাবো।
রংপুর সিটি করপোরেশনের দুর্নীতি উদঘাটনে খুব শীঘ্রই আমরা সেখানে অভিযান শুরু করবো । এ ব্যাপারে আমি প্রস্তুত হয়ে আসি নাই। রংপুর সিটি করপোরেশনের সুনির্দিষ্ট অভিযোগগুলো চেক করে দেখা হবে মামলা মোকদ্দমা কি আছে সেসবের অবস্থা কি সবই দেখা হবে। ঢাকায় ফিরে ফাইলপত্র দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথাও জানান তিনি। তিনি বলেন দুদকের অনেক পুরানো মামলা আছে নতুন মামলাও আছে। বেশ কিছু পুরাতন মামলা ধামাচাপা অবস্থায় পড়ে ছিলো সেই মামলা গুলোকে আমরা পুনজ্জিবীত করার চেষ্টা করছি। নতুন মামলা গুলোর উপর আমরা সার্বক্ষণিক মনিটারিং করছি। দুদক চেয়ারম্যান ষ্টেশন রোড এলাকায় দুনীতি দমন কমিশনের নিজস্ব জমিতে ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ১৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনটি রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে তিনি জানান ।