গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ আয়োজন করে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি হয়।
এ সময় রায়গঞ্জ প্রেসক্লাব, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে তারা।
কুড়িগ্রাম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীরা।
সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
পূর্বধলা (নেত্রকোনা): দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকালে পূর্বধলা প্রেসক্লাবের সামনে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন- সহ-সভাপতি নূর আহম্মদ খান রতন, সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মো. এমদাদুল ইসলাম, শকিব আব্দুল্লাহসহ অন্যরা।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ): আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ মফস্বল সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ।
তারাগঞ্জের উপজেলার সব সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
একই দাবিতে দেশের আরও কয়েক জায়গায় প্রতিবাদ কর্মসূচি করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ আয়োজন করে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি হয়।
এ সময় রায়গঞ্জ প্রেসক্লাব, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে তারা।
কুড়িগ্রাম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীরা।
সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
পূর্বধলা (নেত্রকোনা): দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকালে পূর্বধলা প্রেসক্লাবের সামনে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন- সহ-সভাপতি নূর আহম্মদ খান রতন, সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মো. এমদাদুল ইসলাম, শকিব আব্দুল্লাহসহ অন্যরা।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ): আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ মফস্বল সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ।
তারাগঞ্জের উপজেলার সব সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
একই দাবিতে দেশের আরও কয়েক জায়গায় প্রতিবাদ কর্মসূচি করেছেন সাংবাদিকরা।