জব্দকৃত ট্রাকভর্তি টিসিবির মালামাল -সংবাদ
সাভারে সাড়ে ৬ লাখ টাকার টিসিবির পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় টিসিবির পণ্যবাহী পিকআপ জব্দ করা হয়েছে এবং পিকআপচালককে আটক করে পুলিশ।
মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে টিসিবির পণ্য পাচারকালে পিকআপসহ চালককে আটক করে পুলিশ।
আটককৃত পিকআপ ড্রাইভারের নাম লিটন মিয়া (৩৯)। সে শরিয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামের আমির হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে একটি পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করে। পরে সেখানে ১০০ কার্র্টন সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মুসুরের ডাল জব্দ করা হয়েছে। এ সময় পিকআপচালককে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টিসিবির পণ্যসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপচালক জানিয়েছিল, পিকআপে টিসিবির সব মালামাল আতিক নামের এক ব্যক্তির। তিনি (আতিক) আজ দুপুর পর্যন্ত পিকআপের মালামালের বৈধ কাগজ নিয়ে আসার কথা ছিল। কিন্তু সে আর আসেনি। তাই সব মালামাল জব্দ দেখানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, সরকারি টিসিবির পণ্য পাচারকালে একটি পিকআপভর্তি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পিকআপচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া আটককৃতকে আগামীকাল (আজ) রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
জব্দকৃত ট্রাকভর্তি টিসিবির মালামাল -সংবাদ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
সাভারে সাড়ে ৬ লাখ টাকার টিসিবির পণ্য জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় টিসিবির পণ্যবাহী পিকআপ জব্দ করা হয়েছে এবং পিকআপচালককে আটক করে পুলিশ।
মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে টিসিবির পণ্য পাচারকালে পিকআপসহ চালককে আটক করে পুলিশ।
আটককৃত পিকআপ ড্রাইভারের নাম লিটন মিয়া (৩৯)। সে শরিয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশর গ্রামের আমির হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে একটি পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করে। পরে সেখানে ১০০ কার্র্টন সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মুসুরের ডাল জব্দ করা হয়েছে। এ সময় পিকআপচালককে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টিসিবির পণ্যসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপচালক জানিয়েছিল, পিকআপে টিসিবির সব মালামাল আতিক নামের এক ব্যক্তির। তিনি (আতিক) আজ দুপুর পর্যন্ত পিকআপের মালামালের বৈধ কাগজ নিয়ে আসার কথা ছিল। কিন্তু সে আর আসেনি। তাই সব মালামাল জব্দ দেখানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, সরকারি টিসিবির পণ্য পাচারকালে একটি পিকআপভর্তি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পিকআপচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া আটককৃতকে আগামীকাল (আজ) রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।