স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল থেকে উল্লাপাড়া রেলগেইট এলাকায় শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি শুরু করেন। তাদের অভিযোগ, শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে নয় বছর আগে, কিন্তু স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখনো অনুমোদন দেয়নি সরকার।
শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে তারা এ রেলপথ অবরোধ করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করেছিলেন তারা।
রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু বলেন, ‘রেলপথ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য কেন রেলপথ আটকাতে হবে আমাদের বোধগম্য নয়। সকাল থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত রেলপথ আটকে রাখায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।’
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল থেকে উল্লাপাড়া রেলগেইট এলাকায় শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি শুরু করেন। তাদের অভিযোগ, শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে নয় বছর আগে, কিন্তু স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখনো অনুমোদন দেয়নি সরকার।
শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে তারা এ রেলপথ অবরোধ করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করেছিলেন তারা।
রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু বলেন, ‘রেলপথ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য কেন রেলপথ আটকাতে হবে আমাদের বোধগম্য নয়। সকাল থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত রেলপথ আটকে রাখায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।’