ছবি: সংগৃহিত
ময়মনসিংহে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজ থেকে সরিয়ে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে নেওয়া হবে। পিএসসি জানিয়েছে, ২১ আগস্ট পর্যন্ত বাকি সব বিষয় পরীক্ষায় প্রার্থীরা এই নতুন কেন্দ্রে বসবেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, কেন্দ্র পরিবর্তনের সুস্পষ্ট কারণ প্রকাশ করা হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, ‘অনিবার্য কারণে’ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ মোহন কলেজের সদ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা বিক্ষোভে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুই দফায় মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পিএসসি জানিয়েছে, এই বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আট বিভাগের ১৮টি কেন্দ্রে, আর পদ সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয় পরীক্ষা ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত, পদ সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
---
ছবি: সংগৃহিত
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
ময়মনসিংহে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজ থেকে সরিয়ে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে নেওয়া হবে। পিএসসি জানিয়েছে, ২১ আগস্ট পর্যন্ত বাকি সব বিষয় পরীক্ষায় প্রার্থীরা এই নতুন কেন্দ্রে বসবেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, কেন্দ্র পরিবর্তনের সুস্পষ্ট কারণ প্রকাশ করা হয়নি। পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, ‘অনিবার্য কারণে’ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ মোহন কলেজের সদ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা বিক্ষোভে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুই দফায় মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পিএসসি জানিয়েছে, এই বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আট বিভাগের ১৮টি কেন্দ্রে, আর পদ সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয় পরীক্ষা ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত, পদ সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
---