রংপুরের তারাগজ্ঞে মুচি সম্প্রদায়ের দুই জনকে ‘মব জাষ্টিসের’ নামে পিটিয়ে হত্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এস আই সহ ৮ পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এই ৮ পুলিশ সদস্য মোবাইল টীমের সদস্য ছিলেন।
ঘটনা তদন্ত করার জন্য রংপুর তারাগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০ টার সময় রংপুরের পুলিশ সুপার বিষয়টি সংবাদকে নিশ্চিত করেন।
পুলিশ সুপার সংবাদের এই প্রতিনিধিকে জানান কথিত গনপিটুনীতে মুচি সম্প্রদায়ের দুইজনকে হত্যার ঘটনায় পুলিশ কি দায়িত্ব পালন করেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই আবু জোবায়রকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তারাগজ্ঞ থানার ওসি তদন্ত রফিকুল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সাময়িক বরখাস্তরা হলেন তারাগজ্ঞ থানার এসআই আবু জোবায়ের , এসআই শফিকুল ইসলাম , কনষ্টেবল ফারিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায় , হাসান আলী, ফিরোজ কবীর, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
রংপুরের তারাগজ্ঞে মুচি সম্প্রদায়ের দুই জনকে ‘মব জাষ্টিসের’ নামে পিটিয়ে হত্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এস আই সহ ৮ পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এই ৮ পুলিশ সদস্য মোবাইল টীমের সদস্য ছিলেন।
ঘটনা তদন্ত করার জন্য রংপুর তারাগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০ টার সময় রংপুরের পুলিশ সুপার বিষয়টি সংবাদকে নিশ্চিত করেন।
পুলিশ সুপার সংবাদের এই প্রতিনিধিকে জানান কথিত গনপিটুনীতে মুচি সম্প্রদায়ের দুইজনকে হত্যার ঘটনায় পুলিশ কি দায়িত্ব পালন করেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই আবু জোবায়রকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তারাগজ্ঞ থানার ওসি তদন্ত রফিকুল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সাময়িক বরখাস্তরা হলেন তারাগজ্ঞ থানার এসআই আবু জোবায়ের , এসআই শফিকুল ইসলাম , কনষ্টেবল ফারিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায় , হাসান আলী, ফিরোজ কবীর, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।