বীরগঞ্জ (দিনাজপুর) : রাস্তা বন্ধ করে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ রোপণ -সংবাদ
দিনাজপুরে বীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গাতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দখল চেষ্টা ও রাস্তার ২ ধারে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দুর্ভোগের শিকার প্রায় ২০০ মানুষ।
গতকাল বুধবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর (বগুড়াপাড়া)’র মৃত হামিদ ডাক্তারের স্ত্রী নিজের আবাদি জমি সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গায় ড্রেন ছিল। তবে সেখানে ড্রেন নেই, বর্তমানে রাস্তা হিসেবে হয়। সেই রাস্তাটি কেটে ছোট করেছে এবং ঐ রাস্তার উপরে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেছেন হামিদ ডাক্তারের স্ত্রী।
ঐ এলাকার ভুক্তভোগীরা বলেন, আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করি। গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি তবু তারা এগুলো গাছ লাগিয়েছে। গাছগুলো লাগানোর ফলে এখন ভ্যান বা অটো চলতে পারছে না। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মৃত সুরুজ্জামানের ছেলে ছামসুল হক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে ১নং শিবরামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র রায় পরিদর্শন কালে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা নেন। উক্ত জমির কাগজ ও ম্যাপ খতিয়ে দেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জমিটি উদ্ধার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা সেটি তদন্ত করে, যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীরগঞ্জ (দিনাজপুর) : রাস্তা বন্ধ করে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ রোপণ -সংবাদ
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
দিনাজপুরে বীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গাতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দখল চেষ্টা ও রাস্তার ২ ধারে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দুর্ভোগের শিকার প্রায় ২০০ মানুষ।
গতকাল বুধবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর (বগুড়াপাড়া)’র মৃত হামিদ ডাক্তারের স্ত্রী নিজের আবাদি জমি সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গায় ড্রেন ছিল। তবে সেখানে ড্রেন নেই, বর্তমানে রাস্তা হিসেবে হয়। সেই রাস্তাটি কেটে ছোট করেছে এবং ঐ রাস্তার উপরে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেছেন হামিদ ডাক্তারের স্ত্রী।
ঐ এলাকার ভুক্তভোগীরা বলেন, আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করি। গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি তবু তারা এগুলো গাছ লাগিয়েছে। গাছগুলো লাগানোর ফলে এখন ভ্যান বা অটো চলতে পারছে না। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মৃত সুরুজ্জামানের ছেলে ছামসুল হক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে ১নং শিবরামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র রায় পরিদর্শন কালে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা নেন। উক্ত জমির কাগজ ও ম্যাপ খতিয়ে দেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জমিটি উদ্ধার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা সেটি তদন্ত করে, যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।