চলছে আমন আবাদের মৌসুম। মোহনগঞ্জে জোরেসোরে চলছে আমনের চারা রোপণ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জালাপাট থেকে চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ক্ষেতে। ট্রাক্টর দিয়ে জমি চাষ করে মই দিয়ে জমি সমান করে নিচ্ছেন। উচ্চ ফলনশীল ধানের দিকেই ঝোঁক বেশী। কেউ কেউ শখের বশে দেশী জাতের চারা রোপণ করছেন। জনৈক কৃষক বলেন, কম সময়ে উচ্চ ফলনশীল ধান চাষ করছি, আমন তুলে জমিতে সরিষা আবাদ, সরিষা তুলে আবার একই জমিতে বোরো আবাদ করেন তারা।মোহনগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায় এবার উপজেলায় ১০,২,১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
চলছে আমন আবাদের মৌসুম। মোহনগঞ্জে জোরেসোরে চলছে আমনের চারা রোপণ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জালাপাট থেকে চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ক্ষেতে। ট্রাক্টর দিয়ে জমি চাষ করে মই দিয়ে জমি সমান করে নিচ্ছেন। উচ্চ ফলনশীল ধানের দিকেই ঝোঁক বেশী। কেউ কেউ শখের বশে দেশী জাতের চারা রোপণ করছেন। জনৈক কৃষক বলেন, কম সময়ে উচ্চ ফলনশীল ধান চাষ করছি, আমন তুলে জমিতে সরিষা আবাদ, সরিষা তুলে আবার একই জমিতে বোরো আবাদ করেন তারা।মোহনগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায় এবার উপজেলায় ১০,২,১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।