বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ৮১ বছরে পা রাখছেন। এবারের জন্মদিনটি কেক কেটে বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হবে না। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় প্রধানের জন্মদিন পালন করবে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবারের জন্মদিন পালন করা হচ্ছে। গত ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয় এবং তিনি মুক্তি পান। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে নেতাকর্মীরা তার মুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখলেও তার আরোগ্যকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।
কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের কেক কাটা থেকে বিরত থেকে দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির
রাজনীতিতে আসেন এবং ১৯৮২ সালের ২ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ৮১ বছরে পা রাখছেন। এবারের জন্মদিনটি কেক কেটে বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হবে না। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় প্রধানের জন্মদিন পালন করবে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবারের জন্মদিন পালন করা হচ্ছে। গত ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয় এবং তিনি মুক্তি পান। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে নেতাকর্মীরা তার মুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখলেও তার আরোগ্যকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।
কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের কেক কাটা থেকে বিরত থেকে দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির
রাজনীতিতে আসেন এবং ১৯৮২ সালের ২ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেন।