alt

সারাদেশ

‘ঋণের চাপ, ক্ষুধায়’ চার মৃত্যু: হতবাক বামনশিখর গ্রাম

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী : শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রাজশাহীতে অভাবের তাড়নায় ৪ জনের মৃত্যুর পর শনিবার ও তাদের বাড়িতে ওই গ্রামের অনেক লোক জড়ো হন, তারা সবাই হতবাক -সংবাদ

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চারজন ‘আত্মহত্যা’ ঘটনায় স্বজন হারিয়ে কাঁদছে বামনশিখর গ্রাম। মিনারুলের পরিবারের সদস্যরা আজও আহাজারি করছেন। শনিবার,(১৬ আগস্ট ২০২৫) সকালে মিনারুলের বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েক কিলোমিটার দূর থেকে মানুষজন ভ্যানে করে, হেঁটে তাদের বাড়িতে আসছেন। পবার হাট গোদাগাড়ী এলাকা থেকে আসা ফিরোজা বেগম নামের এক নারী বলেন, ‘শনিবার আসতি পারিনি। আজ দেখতি আইলাম। এমন ঘটনা জীবনে শুনি নাই। ঋণ আর অভাবের কারণে কেউ কি নিজের বাচ্চা, স্ত্রীকে মারবি! আমরা খুব অবাক হয়িছি।’

দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন, নানা কথা বলছেন। প্রতিবেশী ও কাছের মানুষেরা বলছেন, না খেয়ে থাকলেও মিনারুল কারও কাছে হাত পাততেন না। তার স্ত্রীও চাইতেন না। দুই সন্তানও সেভাবেই বেড়ে উঠছিল। মিনারুল তার বাবা-মা-ভাইয়ের পরিবারের সঙ্গে নিজের পরিবারের কাউকে মিশতে দিতেন না।

শনিবার সকাল থেকে কয়েক ঘণ্টা ওই এলাকায় অবস্থান করে এসব তথ্য জানা গেছে। মিনারুলের প্রতিবেশী মোক্তার হোসেন বলেন, ‘মিনারুল অভাব-অনটন, ধার দেনায় জর্জরিত ছিল। ঠিকমতো পেটে ভাত জুটতো না। এ কারণে নিজের পথ নিজে বাইছা নিছে। এই কথাগুলো কাউকেই বলেনি। নিজের বাড়ির মা-বাপ-ভাই-কাউকেই বলেনি কুনুদিন। প্রতিবেশীদেরও বলতো না। বউও কাউকে বলতো না। ছেলে-মেয়েরাও ওর মতোই ছিল। তারাও বলতো না। হয়তো কাক বলতে কাকে বলবে, সে বুঝেনি। সে ছিল চাপা স্বভাবের। কুনুদিন প্রকাশ করেনি। না খেয়ে দিনের পর দিন রাস্তায় ঘুরেছে।’ মিনারুলের চাচা আবু তালেব বলেন, ‘ঋণের খবর বাবা বুলতি পারবো না। অভাব ছিল। কিন্তু বুঝতে পারিনি। কাউকে বুলত না যে বাবা। ও যে এই ঘটনা ঘটাবে, এটা আমরা জানতাম না। এক আলাহ ছাড়া আর কেউ জানে না।’

মিনারুলের প্রতিবেশী আলাল উদ্দিন বলেন, “তিন দিন আগে মিনারুল আমার কাছে এসে বুলল, ‘কাকা, টেকা ধার কোথাও পাওয়া যাবে কিনা।’ আমি বুললাম যে, ‘লাভ সুদে কেউ টেকা দিবে না, জমি বা পুকুর বন্দক লিয়ে দিবে।’ পরে আর কথা হয়নি। শুনেছি বাবার কাছেও নাকি টেকা চেয়েছিল।”

চার মরদেহ উদ্ধারের পরদিন ওই বাড়িতে আজও মানুষের ভিড়। আজ সকালে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর গ্রামে

বাড়ির ভেতরে মিনারুলের ছোট বোন নাজমা খাতুন ও মা আঞ্জুয়ারা বেগম কান্না করছিলেন। মিনারুলের মা বলেন, ‘আমার ছেলেটা এত চাপা ছিল যে কিছুই বুলে গেল না। আমার ছেলের রেনের টেকা ছিল জানতাম না। বুলে যায়নি।’ মিনারুলের ছোট বোন বলছিলেন, ‘আমার ভাই ছোটকাল থাইক্যেই কম কথা কইত্ত। আমাদের অভাব-অনটনের কথা কুনুদিনই কয়নি। এনজিও থাইক্যে হয়তো রেন করেছিল। তাও কোনো এনজিও, সেইটা জানি না।’

গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নিজ ঘরে একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া যায়। মিনারুল ইসলাম (৩৫) ছাড়া বাকি তিনজন হলেন- তার স্ত্রী মনিরা বেগম (২৮), তাদের ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো। মিনারুল কৃষিকাজ করতেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

পাশাপাশি কবর খোঁড়া হলেও এখানে দাফন করা হবে দুজনের মরদেহ। আজ সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর গ্রামে পাশাপাশি কবর খোঁড়া হলেও এখানে দাফন করা হবে দুজনের মরদেহ। আজ সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর লাশের পাশে থাকা দুই পৃষ্ঠার একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটের এক জায়গায় লেখা আছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’

পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, অভাবের কারণে তিনি স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

একই পরিবারের চারজনের লাশ ও চিরকুট উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দুটি করা হয়। অন্য মামলাটি করেন মৃত মিনারুল ইসলামের বাবা রস্তুম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম।

শনিবার বাড়ির পাশে চারজনের কবর খোঁড়ার কথা থাকলেও মিনারুলের শাশুড়ি মেয়ে ও নাতনির মরদেহ নিয়ে যেতে চান। পরে মিনারুল ও তার ছেলে মাহিনের মরদেহ এখানে দাফনের সিদ্ধান্ত হয়।

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চারজন আত্মহত্যা করেছেন। নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পবার বামনশিখর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আবদুল মালেক। তিনি বলেন, বামনশিখরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো

নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে।

তাদের বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে ঋণের দায়ে খাওয়ার অভাবে স্ত্রী ও সন্তাদের হত্যা ও নিজে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে বেশ কিছু কথা লেখা আছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, প্র্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ছবি

সাতলা বিলে লাল শাপলা, দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা

ছবি

এখনও মাঠ- পার্কের ‘দখলদারির পরিবর্তন আসেনি’

ছবি

নোয়াখালীতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ, ইমাম-মুয়াজ্জিনসহ কারাগারে ৪ জন

ছবি

জয় বাংলা গানে ‘ছাত্র-জনতা’র পার্টি, আওয়ামী লীগ ভেবে অন্যদের হামলা

ছবি

সুগার মিলে ডাকাতি: দুর্বল নিরাপত্তা, ৮ ডাকাত গ্রেপ্তার, ১ জনের ‘স্বীকারোক্তি’

ছবি

সরাইলে যানজটে আটকা গাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকার মালামাল লুট

ছবি

আমতলীতে বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত

ছবি

বনানীর সিসা বারে রাব্বি হত্যাকাণ্ডে চারজন কারাগারে

ছবি

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার

ছবি

রঙিন আল্পনার ছোঁয়ায় শ্রীমঙ্গলের বিটিআরআই সড়ক, মুগ্ধতায় পর্যটক-স্থানীয় সবাই

ছবি

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন শমী কায়সার

ছবি

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার অবদান এবং ত্যাগ স্বীকার করি: নাহিদ

ছবি

দুই জাসদের বঙ্গবন্ধুর হত্যা দিবস পালন

ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো ৫০ শতাংশ

ছবি

রাজশাহীতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পুকুরে তল্লাশিতে মেলেনি কিছু

ছবি

রাজশাহীতে বাড়ির সামনের পুকুরে অস্ত্রের খোঁজে তল্লাশি, মালিকসহ তিনজন আটক

ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় অসুস্থ হয়ে দুই ছাত্রীর মৃত্যু

ছবি

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ১, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ছবি

পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জে অজ্ঞাত দেড়-দুই হাজার জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ছবি

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ভাঙা ম্যুরালে ফুল, পরে গুঁড়িয়ে দেওয়া হলো

ছবি

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘ছাদ থেকে লাফ’, ‘মগ পার্টির’ যুবকের মৃত্য

ছবি

সাবেক সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে তদন্ত বোর্ড

ছবি

সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত

ছবি

মহেশপুরে বাঁধে আটকা পানি, ডুবে গেল শত বিঘা জমির ফসল

ছবি

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ১৭

ছবি

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৩

ছবি

চাঁপাইনবাবগঞ্জে আমনের চারা রোপণ শেষ, চলছে পরিচর্যা

ছবি

করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি

রাজশাহীতে ঋণের বোঝা সামলাতে না পেরে এক পরিবারের চারজনের মৃত্যু

ছবি

বন্যা পরিস্থিতির আরো অবনতি, ২১ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ছবি

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই

ছবি

বিরামপুরে চলন্ত ট্রাকে পিষ্ট হয়ে দুই বছরের শিশুসহ নারীর মৃত্যু

ছবি

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ছবি

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ছবি

রামপালে মাছের ঘের জোর করে দখল, সন্ত্রাসী হামলায় আহত ৪

tab

সারাদেশ

‘ঋণের চাপ, ক্ষুধায়’ চার মৃত্যু: হতবাক বামনশিখর গ্রাম

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীতে অভাবের তাড়নায় ৪ জনের মৃত্যুর পর শনিবার ও তাদের বাড়িতে ওই গ্রামের অনেক লোক জড়ো হন, তারা সবাই হতবাক -সংবাদ

শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চারজন ‘আত্মহত্যা’ ঘটনায় স্বজন হারিয়ে কাঁদছে বামনশিখর গ্রাম। মিনারুলের পরিবারের সদস্যরা আজও আহাজারি করছেন। শনিবার,(১৬ আগস্ট ২০২৫) সকালে মিনারুলের বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েক কিলোমিটার দূর থেকে মানুষজন ভ্যানে করে, হেঁটে তাদের বাড়িতে আসছেন। পবার হাট গোদাগাড়ী এলাকা থেকে আসা ফিরোজা বেগম নামের এক নারী বলেন, ‘শনিবার আসতি পারিনি। আজ দেখতি আইলাম। এমন ঘটনা জীবনে শুনি নাই। ঋণ আর অভাবের কারণে কেউ কি নিজের বাচ্চা, স্ত্রীকে মারবি! আমরা খুব অবাক হয়িছি।’

দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন, নানা কথা বলছেন। প্রতিবেশী ও কাছের মানুষেরা বলছেন, না খেয়ে থাকলেও মিনারুল কারও কাছে হাত পাততেন না। তার স্ত্রীও চাইতেন না। দুই সন্তানও সেভাবেই বেড়ে উঠছিল। মিনারুল তার বাবা-মা-ভাইয়ের পরিবারের সঙ্গে নিজের পরিবারের কাউকে মিশতে দিতেন না।

শনিবার সকাল থেকে কয়েক ঘণ্টা ওই এলাকায় অবস্থান করে এসব তথ্য জানা গেছে। মিনারুলের প্রতিবেশী মোক্তার হোসেন বলেন, ‘মিনারুল অভাব-অনটন, ধার দেনায় জর্জরিত ছিল। ঠিকমতো পেটে ভাত জুটতো না। এ কারণে নিজের পথ নিজে বাইছা নিছে। এই কথাগুলো কাউকেই বলেনি। নিজের বাড়ির মা-বাপ-ভাই-কাউকেই বলেনি কুনুদিন। প্রতিবেশীদেরও বলতো না। বউও কাউকে বলতো না। ছেলে-মেয়েরাও ওর মতোই ছিল। তারাও বলতো না। হয়তো কাক বলতে কাকে বলবে, সে বুঝেনি। সে ছিল চাপা স্বভাবের। কুনুদিন প্রকাশ করেনি। না খেয়ে দিনের পর দিন রাস্তায় ঘুরেছে।’ মিনারুলের চাচা আবু তালেব বলেন, ‘ঋণের খবর বাবা বুলতি পারবো না। অভাব ছিল। কিন্তু বুঝতে পারিনি। কাউকে বুলত না যে বাবা। ও যে এই ঘটনা ঘটাবে, এটা আমরা জানতাম না। এক আলাহ ছাড়া আর কেউ জানে না।’

মিনারুলের প্রতিবেশী আলাল উদ্দিন বলেন, “তিন দিন আগে মিনারুল আমার কাছে এসে বুলল, ‘কাকা, টেকা ধার কোথাও পাওয়া যাবে কিনা।’ আমি বুললাম যে, ‘লাভ সুদে কেউ টেকা দিবে না, জমি বা পুকুর বন্দক লিয়ে দিবে।’ পরে আর কথা হয়নি। শুনেছি বাবার কাছেও নাকি টেকা চেয়েছিল।”

চার মরদেহ উদ্ধারের পরদিন ওই বাড়িতে আজও মানুষের ভিড়। আজ সকালে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর গ্রামে

বাড়ির ভেতরে মিনারুলের ছোট বোন নাজমা খাতুন ও মা আঞ্জুয়ারা বেগম কান্না করছিলেন। মিনারুলের মা বলেন, ‘আমার ছেলেটা এত চাপা ছিল যে কিছুই বুলে গেল না। আমার ছেলের রেনের টেকা ছিল জানতাম না। বুলে যায়নি।’ মিনারুলের ছোট বোন বলছিলেন, ‘আমার ভাই ছোটকাল থাইক্যেই কম কথা কইত্ত। আমাদের অভাব-অনটনের কথা কুনুদিনই কয়নি। এনজিও থাইক্যে হয়তো রেন করেছিল। তাও কোনো এনজিও, সেইটা জানি না।’

গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নিজ ঘরে একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া যায়। মিনারুল ইসলাম (৩৫) ছাড়া বাকি তিনজন হলেন- তার স্ত্রী মনিরা বেগম (২৮), তাদের ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো। মিনারুল কৃষিকাজ করতেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

পাশাপাশি কবর খোঁড়া হলেও এখানে দাফন করা হবে দুজনের মরদেহ। আজ সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর গ্রামে পাশাপাশি কবর খোঁড়া হলেও এখানে দাফন করা হবে দুজনের মরদেহ। আজ সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর লাশের পাশে থাকা দুই পৃষ্ঠার একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটের এক জায়গায় লেখা আছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’

পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, অভাবের কারণে তিনি স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

একই পরিবারের চারজনের লাশ ও চিরকুট উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দুটি করা হয়। অন্য মামলাটি করেন মৃত মিনারুল ইসলামের বাবা রস্তুম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম।

শনিবার বাড়ির পাশে চারজনের কবর খোঁড়ার কথা থাকলেও মিনারুলের শাশুড়ি মেয়ে ও নাতনির মরদেহ নিয়ে যেতে চান। পরে মিনারুল ও তার ছেলে মাহিনের মরদেহ এখানে দাফনের সিদ্ধান্ত হয়।

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চারজন আত্মহত্যা করেছেন। নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পবার বামনশিখর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আবদুল মালেক। তিনি বলেন, বামনশিখরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো

নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে।

তাদের বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে ঋণের দায়ে খাওয়ার অভাবে স্ত্রী ও সন্তাদের হত্যা ও নিজে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে বেশ কিছু কথা লেখা আছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, প্র্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

back to top