নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩০) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে শহিদুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, দীর্ঘদিন ধরে শরিফুল মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধ বাধত। মাদকের টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি। এ নিয়ে একাধিকবার গ্রামে বিচার-সালিশ হলেও মাদক ছাড়তে পারেননি শরিফুল। শনিবার বিকেল থেকে শুরু হওয়া বাবা-ছেলের ঝগড়া রাত পর্যন্ত চলে। এক পর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে শরিফুলের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সঞ্জয় কুমার সরকার বলেন, নিহত শরিফুলের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান জানান, বাবার ধারালো অস্ত্রের আঘাতেই শরিফুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রোববার, ১৭ আগস্ট ২০২৫
নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩০) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে শহিদুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, দীর্ঘদিন ধরে শরিফুল মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধ বাধত। মাদকের টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি। এ নিয়ে একাধিকবার গ্রামে বিচার-সালিশ হলেও মাদক ছাড়তে পারেননি শরিফুল। শনিবার বিকেল থেকে শুরু হওয়া বাবা-ছেলের ঝগড়া রাত পর্যন্ত চলে। এক পর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে শরিফুলের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সঞ্জয় কুমার সরকার বলেন, নিহত শরিফুলের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান জানান, বাবার ধারালো অস্ত্রের আঘাতেই শরিফুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।