ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া শ্রমিকরা হলেন- রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ ঘটনাস্থলে থাকা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়।
তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া শ্রমিকরা হলেন- রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ ঘটনাস্থলে থাকা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়।
তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।