ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এরা হলেন-১০ মাস বয়সি শিশু জোবায়দা এবং নারী শ্রমিক রেহেনা বেগম (৪৫)। এর মধ্যে শিশুটির পরিবারের ৭ সদস্য আহত হন। এ ছাড়া এক মটরসাইকেল চালকও আহত হন।
বগুড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশবাহী একটি এ্যাম্বুলেন্সের পিছনে ওই পরিবারের ৭সদস্য প্রাইভেটকারে ঢাকা থেকে বগুড়ার সোনাতলা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ভোরের দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার টিএমএসএস এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। এতে প্রাইভেটকারের আরোহী শিবগঞ্জের মোকামতলা এলাকার দিদারুল ইসলাম জিহাদের শিশু কন্যা জোবাইদা ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটেকারে শিশুটির বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানায়। অপর দিকে সাড়ে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের মাটিডালি মোড় সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি মটরসাইকেলের ধাক্কায় এক নারী আহত হন। তিনি সেখানকার একটি হোটেলের শ্রমিক ছিলেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া হাইওয়ে পুলিশের কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি হেফাজতে নেয়া হয়েছে। লাশবাহী এ্যাম্বুলেন্সের পিছনে থাকা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ৭ যাত্রী কমবেশি আহত হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন তাদের অনেকই চিকিৎসা নিয়ে চলে যান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এরা হলেন-১০ মাস বয়সি শিশু জোবায়দা এবং নারী শ্রমিক রেহেনা বেগম (৪৫)। এর মধ্যে শিশুটির পরিবারের ৭ সদস্য আহত হন। এ ছাড়া এক মটরসাইকেল চালকও আহত হন।
বগুড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশবাহী একটি এ্যাম্বুলেন্সের পিছনে ওই পরিবারের ৭সদস্য প্রাইভেটকারে ঢাকা থেকে বগুড়ার সোনাতলা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ভোরের দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার টিএমএসএস এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। এতে প্রাইভেটকারের আরোহী শিবগঞ্জের মোকামতলা এলাকার দিদারুল ইসলাম জিহাদের শিশু কন্যা জোবাইদা ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটেকারে শিশুটির বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানায়। অপর দিকে সাড়ে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের মাটিডালি মোড় সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি মটরসাইকেলের ধাক্কায় এক নারী আহত হন। তিনি সেখানকার একটি হোটেলের শ্রমিক ছিলেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া হাইওয়ে পুলিশের কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি হেফাজতে নেয়া হয়েছে। লাশবাহী এ্যাম্বুলেন্সের পিছনে থাকা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ৭ যাত্রী কমবেশি আহত হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন তাদের অনেকই চিকিৎসা নিয়ে চলে যান।