ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কখনো নিজেকে পুলিশ ও কখনো সাংবাদিক আবার কখনো অমুক নেতা তমুক নেতার ছেলে পরিচয়ে করেন অপকর্ম। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে কারণ মিয়া (৩০) নামে এক ছিনতাইকারী। গত শনিবার রাত সাড়ে আটটায় পৌর কবরস্থান এলাকায় ছিনতাই করার সময় তাকে আটক করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ছিনতাইকারী কারণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ছিনতাইকারী কারণ মিয়া পৌর শহরের চণ্ডিবের এলাকার কবির আহম্মেদ এর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করতে গিয়ে রাতের আধারে বাতি জ্বালানোর জন্য অটোরিকশার ব্যাটারি নিয়ে যায় গুড় খোদক কমিটি লোকেরা। দাফন শেষে ব্যাটারি বাড়িতে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী কারণ রকিবুল নামের যুবকের কাছ থেকে ব্যাটারি ছিনিয়ে নিতে চেষ্টা করে। স্থানীয়রা ছুটে আসলে নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। উত্তেজিত জনতার চাপে নিজেকে সাংবাদিক সদস্য পরিচয় দেন। বিষয়টি লাশ দাফন করতে আসা লোকদের নজরে এলে তারা তাকে ধাওয়া দিয়ে কারণকে গণপিটুনি দেয়। এই সময় সে প্রাণে বাঁচাতে পাশের কবরস্থানের পাশে সাংবাদিকদের অফিসে ঢুকে পড়ে। পরে সাংবাদিকরা থানা পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারী কারণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় উপস্থিত জনতার আক্রমণের শিকার হয় ছিনতাইকারী কারণ। থানা পুলিশের কঠোর তৎপরতায় কারণকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কবরস্থান মসজিদের সাবেক ইমাম মাওলানা মুজিবুর রহমান বলেন, এক ব্যক্তিকে দাফন শেষে আমরা মোনাজাত করছিলাম। এ সময় কারণ নামে ছিনতাইকারী রকিবুল নামে এক যুবককে মারধর করে। কারণ নিজেকে কখনও পুলিশ কখনও সাংবাদিক পরিচয় দিচ্ছিল। কারণ কবরস্থান এলাকায় নিয়মিত নিরীহ মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু তালেব বলেন, ভৈরবে ছিনতাইয়ের স্বর্গরাজ্য তৈরি হয়েছে। কারণ এক সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছিল। ছাড়া পেয়ে এসে ছিনতাইয়ে লিপ্ত হয়েছে। ছিনতাইকারী ও চিটার বাটপাররা নিজেকে পুলিশ সাংবাদিক পরিচয় দিতেই পারে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে ছিনতাইকারী কারণকে কারাগারে পাঠানো হবে। তিনি দাবি করেন ভৈরব সামাজিক অবক্ষয় অহরহ ছিনতাই ও মাদকের সয়লাভের মূল কারণ। সমাজিকভাবে সবাই এগিয়ে না আসলে ভৈরব থেকে ছিনতাই বন্ধ করা সম্ভব নয়। এসময় ছিনতাই ও মাদক নির্মূলে তিনি ভৈরববাসীর সহায়তা কামনা করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
কখনো নিজেকে পুলিশ ও কখনো সাংবাদিক আবার কখনো অমুক নেতা তমুক নেতার ছেলে পরিচয়ে করেন অপকর্ম। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে কারণ মিয়া (৩০) নামে এক ছিনতাইকারী। গত শনিবার রাত সাড়ে আটটায় পৌর কবরস্থান এলাকায় ছিনতাই করার সময় তাকে আটক করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ছিনতাইকারী কারণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ছিনতাইকারী কারণ মিয়া পৌর শহরের চণ্ডিবের এলাকার কবির আহম্মেদ এর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করতে গিয়ে রাতের আধারে বাতি জ্বালানোর জন্য অটোরিকশার ব্যাটারি নিয়ে যায় গুড় খোদক কমিটি লোকেরা। দাফন শেষে ব্যাটারি বাড়িতে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী কারণ রকিবুল নামের যুবকের কাছ থেকে ব্যাটারি ছিনিয়ে নিতে চেষ্টা করে। স্থানীয়রা ছুটে আসলে নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। উত্তেজিত জনতার চাপে নিজেকে সাংবাদিক সদস্য পরিচয় দেন। বিষয়টি লাশ দাফন করতে আসা লোকদের নজরে এলে তারা তাকে ধাওয়া দিয়ে কারণকে গণপিটুনি দেয়। এই সময় সে প্রাণে বাঁচাতে পাশের কবরস্থানের পাশে সাংবাদিকদের অফিসে ঢুকে পড়ে। পরে সাংবাদিকরা থানা পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারী কারণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় উপস্থিত জনতার আক্রমণের শিকার হয় ছিনতাইকারী কারণ। থানা পুলিশের কঠোর তৎপরতায় কারণকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কবরস্থান মসজিদের সাবেক ইমাম মাওলানা মুজিবুর রহমান বলেন, এক ব্যক্তিকে দাফন শেষে আমরা মোনাজাত করছিলাম। এ সময় কারণ নামে ছিনতাইকারী রকিবুল নামে এক যুবককে মারধর করে। কারণ নিজেকে কখনও পুলিশ কখনও সাংবাদিক পরিচয় দিচ্ছিল। কারণ কবরস্থান এলাকায় নিয়মিত নিরীহ মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু তালেব বলেন, ভৈরবে ছিনতাইয়ের স্বর্গরাজ্য তৈরি হয়েছে। কারণ এক সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছিল। ছাড়া পেয়ে এসে ছিনতাইয়ে লিপ্ত হয়েছে। ছিনতাইকারী ও চিটার বাটপাররা নিজেকে পুলিশ সাংবাদিক পরিচয় দিতেই পারে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে ছিনতাইকারী কারণকে কারাগারে পাঠানো হবে। তিনি দাবি করেন ভৈরব সামাজিক অবক্ষয় অহরহ ছিনতাই ও মাদকের সয়লাভের মূল কারণ। সমাজিকভাবে সবাই এগিয়ে না আসলে ভৈরব থেকে ছিনতাই বন্ধ করা সম্ভব নয়। এসময় ছিনতাই ও মাদক নির্মূলে তিনি ভৈরববাসীর সহায়তা কামনা করেন।