ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ ওরফে হারুন মাস্টারের হত্যাকারী ও মাস্টারমাইন্ডদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলার বালেঙ্গা বাজার এলাকায় নয়াবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হারুন মাস্টার একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। তাকে হত্যার মাধ্যমে একটি শিক্ষিত সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে। সমাবেশে বক্তারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেইসাথে এ হত্যাকাণ্ডের পেছনে থাকা মাস্টারমাইন্ডদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবদুল হাই হারেজ মাদবরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আব্দুল মান্নান, লাভলু মোল্লা, জামাল বেপারী, আব্দুর রাজ্জাক, ডা. ইলামদ্দিন, ইয়ার আলী মেম্বার, শফি উদ্দিন, সোনাই মেম্বার, আবু বক্কর সিদ্দিক বাবু, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, জাহাঙ্গীর চোকদার, সেলিম রেজা, মনির মোল্লা, ওয়াসিম মোল্লা, মজনু মিয়া, শাকিব হোসেন ফরিদ, ফিরোজ আলম, সবুজ মোল্লা, লিটন হোসেন কালু, সোহেল রানা প্রমুখ। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, এ হত্যাকা-ের ঘটনায় এ পর্যন্ত ৫ জন এজাহারনামীয় আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ২ আসামীর জবানবন্দি প্রদান করা হয়েছে।
বাকি অপরাধীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
ঢাকার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ ওরফে হারুন মাস্টারের হত্যাকারী ও মাস্টারমাইন্ডদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলার বালেঙ্গা বাজার এলাকায় নয়াবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হারুন মাস্টার একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। তাকে হত্যার মাধ্যমে একটি শিক্ষিত সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে। সমাবেশে বক্তারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেইসাথে এ হত্যাকাণ্ডের পেছনে থাকা মাস্টারমাইন্ডদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবদুল হাই হারেজ মাদবরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আব্দুল মান্নান, লাভলু মোল্লা, জামাল বেপারী, আব্দুর রাজ্জাক, ডা. ইলামদ্দিন, ইয়ার আলী মেম্বার, শফি উদ্দিন, সোনাই মেম্বার, আবু বক্কর সিদ্দিক বাবু, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, জাহাঙ্গীর চোকদার, সেলিম রেজা, মনির মোল্লা, ওয়াসিম মোল্লা, মজনু মিয়া, শাকিব হোসেন ফরিদ, ফিরোজ আলম, সবুজ মোল্লা, লিটন হোসেন কালু, সোহেল রানা প্রমুখ। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, এ হত্যাকা-ের ঘটনায় এ পর্যন্ত ৫ জন এজাহারনামীয় আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ২ আসামীর জবানবন্দি প্রদান করা হয়েছে।
বাকি অপরাধীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।