ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাশের সড়কে শনিবার সকালে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকালে লাল টিপ দিয়ে প্যাঁচানো বোমা সদৃশ্য বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় এবং আরেকটি পাশের মার্কেটের সামনে থেকে উদ্ধার করে । বস্তুগুলোর মধ্যে দূরত্ব প্রায় ১০ মিটার। তবে এগুলো আসলেই বোমা না ককটেল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ । মাগুরা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে সমন্বয় করেছে, কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি । মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মাগুরায় বোমা নিস্ক্রিয়করণ দল না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাশের সড়কে শনিবার সকালে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকালে লাল টিপ দিয়ে প্যাঁচানো বোমা সদৃশ্য বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় এবং আরেকটি পাশের মার্কেটের সামনে থেকে উদ্ধার করে । বস্তুগুলোর মধ্যে দূরত্ব প্রায় ১০ মিটার। তবে এগুলো আসলেই বোমা না ককটেল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ । মাগুরা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে সমন্বয় করেছে, কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি । মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মাগুরায় বোমা নিস্ক্রিয়করণ দল না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।