ইন্দুরকানী (পিরোজপুর) : পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে -সংবাদ
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত। জানা যায়, উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও চন্ডিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ৮ মাস ধরে কোন ঔষধ সরবরাহ নেই। রোগীরা এসে শুধু ডাক্তার দেখিয়ে খালি হাতে চলে যাচ্ছেন। উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পত্তাশী ও ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা ও শিশুরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। পূর্বে এ সেবা কেন্দ্রগুলো থেকে রোগীদের মাঝে ২২ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হত। হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবাপ্রার্থীরা ভিড় জমাত। কিন্তু দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকার কারণে সেবা কেন্দ্রগুলো কোন ঔধষ দিতে না পারায় সেবাবঞ্চিত এলাকাবাসী।
সেবাপ্রার্থী পারুল বেগম জানান, আমরা গরীব মানুষ। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য আমাদের না। তাই আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে ও ঔষধ নিতে এখানে আসি। কিন্তু ঔষধ না থাকায় অনেক দিন ডাক্তার দেখিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ সোহাগ হোসেন জানান, অনেকদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ না থাকায় আমরা রোগীদের মাঝে বিতরণ করতে পারছি না। তবে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।
ইন্দুরকানী (পিরোজপুর) : পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে -সংবাদ
রোববার, ১৭ আগস্ট ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবার কল্যাণ কেন্দ্রে ৮ মাস ঔষধ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত। জানা যায়, উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও চন্ডিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ৮ মাস ধরে কোন ঔষধ সরবরাহ নেই। রোগীরা এসে শুধু ডাক্তার দেখিয়ে খালি হাতে চলে যাচ্ছেন। উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পত্তাশী ও ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা ও শিশুরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। পূর্বে এ সেবা কেন্দ্রগুলো থেকে রোগীদের মাঝে ২২ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হত। হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবাপ্রার্থীরা ভিড় জমাত। কিন্তু দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকার কারণে সেবা কেন্দ্রগুলো কোন ঔধষ দিতে না পারায় সেবাবঞ্চিত এলাকাবাসী।
সেবাপ্রার্থী পারুল বেগম জানান, আমরা গরীব মানুষ। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য আমাদের না। তাই আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে ও ঔষধ নিতে এখানে আসি। কিন্তু ঔষধ না থাকায় অনেক দিন ডাক্তার দেখিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ সোহাগ হোসেন জানান, অনেকদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ না থাকায় আমরা রোগীদের মাঝে বিতরণ করতে পারছি না। তবে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।