ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে সিরাজদিখান ও শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। এতে সর্বমোট ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছাকাছি এলাকায়। হার্টের রোগী নিয়ে ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন আহত হন।
অন্যদিকে, একই সময়ে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজের ওপর মাওয়ামুখী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে।
জানা যায়, ঢাকার একটি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে মধুখালী, ফরিদপুর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুর ভাঙ্গা এলাকার আবির (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে সিরাজদিখান ও শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। এতে সর্বমোট ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছাকাছি এলাকায়। হার্টের রোগী নিয়ে ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন আহত হন।
অন্যদিকে, একই সময়ে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজের ওপর মাওয়ামুখী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে।
জানা যায়, ঢাকার একটি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে মধুখালী, ফরিদপুর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুর ভাঙ্গা এলাকার আবির (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।