ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজধানীর মালিবাগ মোড়ের হোসাফ শপিং কমপ্লেক্সে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেলেও তার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে পুরো ভবন ও আশপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ‘আমরা খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কোনো আগুন পাইনি। কিছু ধোঁয়া ছিল, তা নিভিয়ে চলে আসি।’ ফায়ার সার্ভিসের একজন কর্মী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দুটো ফ্লোরে তল্লাশি চালিয়ে সক্রিয় কোনো আগুন তারা পাননি।
তিনি বলেন, ভবনের দুটো সিঁড়ির একটিতে বিভিন্ন দোকানের মালামাল মজুদ করে রাখা হয়েছে। এসির বাইরের অংশও রাখা হয়েছে ওই সিঁড়িতে, সেখানেই এসি থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ওই কর্মী বলেন, শপিং মলের বিভিন্ন ফ্লোরে তারা ফায়ার এক্সটিংগুইশার দেখেছেন। এছাড়া অগ্নি নির্বাপনের আর কোনো ব্যবস্থা তারা দেখেননি। তিনি বলেন, ‘সিঁড়েতে আগুন লাগার ওপর দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পায়নি। সে কারণে ধোঁয়া পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়।’ খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘এসি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
রাজধানীর মালিবাগ মোড়ের হোসাফ শপিং কমপ্লেক্সে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেলেও তার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে পুরো ভবন ও আশপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ‘আমরা খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কোনো আগুন পাইনি। কিছু ধোঁয়া ছিল, তা নিভিয়ে চলে আসি।’ ফায়ার সার্ভিসের একজন কর্মী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দুটো ফ্লোরে তল্লাশি চালিয়ে সক্রিয় কোনো আগুন তারা পাননি।
তিনি বলেন, ভবনের দুটো সিঁড়ির একটিতে বিভিন্ন দোকানের মালামাল মজুদ করে রাখা হয়েছে। এসির বাইরের অংশও রাখা হয়েছে ওই সিঁড়িতে, সেখানেই এসি থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ওই কর্মী বলেন, শপিং মলের বিভিন্ন ফ্লোরে তারা ফায়ার এক্সটিংগুইশার দেখেছেন। এছাড়া অগ্নি নির্বাপনের আর কোনো ব্যবস্থা তারা দেখেননি। তিনি বলেন, ‘সিঁড়েতে আগুন লাগার ওপর দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পায়নি। সে কারণে ধোঁয়া পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়।’ খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘এসি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’