ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনে জেলেদের সুরক্ষ নিশ্চিতসহ ১৩ দফা দাবিতে সভা করেছে জেলা মৎস্যজীবী পরিবার ও মৎস্যজীবী দলের সদস্যরা। গণ রোববার বিকেল ৫টায় জিউধরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জিউধরা ইউনিয়ন বিএনপির সভাপতি খ ম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা মৎস্যজীবী পরিবারের সভাপতি বিএম নজরুল ইসলাম।
সভা থেকে বক্তারা সরকারের প্রতি দাবি তুলে বলেন, সুন্দরবনে জেলেদের সুরক্ষা নিশ্চিত করা, সুন্দরবনে নিরীহ জেলেদের হয়রানি না করা, সব খাল ও সমুদ্র চর দখলদারদের হাত থেকে মুক্ত করে প্রকৃত জেলেদের মাঝে বণ্টন, সুন্দরবনে মাছ ধরার নামে বিষ প্রয়োগ করে মৎস্যসম্পদ ধ্বংসকারী অসাধু চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলে ৬টি স্থানে সুন্দরবন রক্ষার স্বার্থে জেলেদের আধুনিক প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা, জেলেদের বিএসসি ও পাশ পেতে দালাল চক্রের হস্তক্ষেপ বন্ধ করা, সুন্দরবন রক্ষার স্বার্থে সুন্দরবন অঞ্চলের সব অগভীর নদনদী পুনঃখনন, সরকারি অনুদানসহ বিদেশি দাতা সংস্থার অনুদান জেলেদের মধ্যে বণ্টনের দাবিসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পূর্ব সুন্দরবন জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আসাদ, সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. লাভলু মুন্সী। সভায় স্বাগত বক্তৃতা রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. মাসুম হোসেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনে জেলেদের সুরক্ষ নিশ্চিতসহ ১৩ দফা দাবিতে সভা করেছে জেলা মৎস্যজীবী পরিবার ও মৎস্যজীবী দলের সদস্যরা। গণ রোববার বিকেল ৫টায় জিউধরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জিউধরা ইউনিয়ন বিএনপির সভাপতি খ ম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা মৎস্যজীবী পরিবারের সভাপতি বিএম নজরুল ইসলাম।
সভা থেকে বক্তারা সরকারের প্রতি দাবি তুলে বলেন, সুন্দরবনে জেলেদের সুরক্ষা নিশ্চিত করা, সুন্দরবনে নিরীহ জেলেদের হয়রানি না করা, সব খাল ও সমুদ্র চর দখলদারদের হাত থেকে মুক্ত করে প্রকৃত জেলেদের মাঝে বণ্টন, সুন্দরবনে মাছ ধরার নামে বিষ প্রয়োগ করে মৎস্যসম্পদ ধ্বংসকারী অসাধু চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলে ৬টি স্থানে সুন্দরবন রক্ষার স্বার্থে জেলেদের আধুনিক প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা, জেলেদের বিএসসি ও পাশ পেতে দালাল চক্রের হস্তক্ষেপ বন্ধ করা, সুন্দরবন রক্ষার স্বার্থে সুন্দরবন অঞ্চলের সব অগভীর নদনদী পুনঃখনন, সরকারি অনুদানসহ বিদেশি দাতা সংস্থার অনুদান জেলেদের মধ্যে বণ্টনের দাবিসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পূর্ব সুন্দরবন জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আসাদ, সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. লাভলু মুন্সী। সভায় স্বাগত বক্তৃতা রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. মাসুম হোসেন।