ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামে একটি মিষ্টি তৈরির কারখানায় পাওয়া গেছে মানব দেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, রঙ মেশানো খাদ্য পণ্য ও বাসি মিষ্টির সিরা।বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের ওই কারখানায় এসব ক্ষতিকর উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাতের জন্য তৈরি হচ্ছিল নিম্নমানের রসগোল্লাসহ নানা পদের মিষ্টি। রোববার দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী ব্রিজ এলাকায় গড়ে উঠা কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে এমন দৃশ্য দেখতে পান।এ অপরাধে ফাতেমা সুইটসের ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পোড়া তেল, ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরিকৃত খাদ্য পণ্য ও বাসি মিষ্টির সিরা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে ফাতেমা সুইটসের ব্যবস্থাপককে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আদালত পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম ও থানা পুলিশ।
ট্রেনে কাটা পড়ে আহত ১
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে কালুরঘাটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি হঠাৎ রেললাইনে উঠে পড়েন। তখন দ্রুতগতিতে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
কালুরঘাট এলাকায় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটিকে আমরা হঠাৎ ট্রেনের সামনে যেতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
চট্টগ্রামে একটি মিষ্টি তৈরির কারখানায় পাওয়া গেছে মানব দেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, রঙ মেশানো খাদ্য পণ্য ও বাসি মিষ্টির সিরা।বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের ওই কারখানায় এসব ক্ষতিকর উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাতের জন্য তৈরি হচ্ছিল নিম্নমানের রসগোল্লাসহ নানা পদের মিষ্টি। রোববার দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী ব্রিজ এলাকায় গড়ে উঠা কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে এমন দৃশ্য দেখতে পান।এ অপরাধে ফাতেমা সুইটসের ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পোড়া তেল, ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরিকৃত খাদ্য পণ্য ও বাসি মিষ্টির সিরা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে ফাতেমা সুইটসের ব্যবস্থাপককে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আদালত পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম ও থানা পুলিশ।
ট্রেনে কাটা পড়ে আহত ১
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে কালুরঘাটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি হঠাৎ রেললাইনে উঠে পড়েন। তখন দ্রুতগতিতে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
কালুরঘাট এলাকায় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটিকে আমরা হঠাৎ ট্রেনের সামনে যেতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।